কলকাতা: কৃষি বিল নিয়ে এবার মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। মঙ্গলবার রাজভবনে কেন্দ্রের কৃষি বিলের সমর্থনে ধনকড় বলেন, ‘কৃষক স্বার্থেই কৃষি বিল। কৃষক স্বার্থেই অ্যাকাউন্টে সরাসরি টাকা। কৃষক ও কৃষিক্ষেত্রের জন্য ৩ লক্ষ ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের।


একইসঙ্গে তিনি রাজ্য সরকারকেও আক্রমণ করেন। বলেন, ‘কৃষক স্বার্থে কাজ করছে না রাজ্য। তাঁর প্রশ্ন, ‘কেন কেন্দ্রীয় প্রকল্প থেকে কৃষকদের বঞ্চিত করছে রাজ্য? কেন কেন্দ্রের ৮ হাজার ৪০০ কোটি টাকা দেওয়া হয়নি কৃষকদের?


এদিনই কিষাণ সম্মান নিধি নিয়ে কেন্দ্রকে লেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র চিঠি প্রকাশ করে তৃণমূল। ৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে লেখা ওই চিঠিতে রাজ্যের মাধ্যমে প্রকল্প রূপায়নের দাবি জানানো হয়।


সেই প্রেক্ষিতে রাজ্যপাল প্রশ্ন করেন, ‘কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে কেন রাজ্যের মাধ্যমে রূপায়ণ করা হবে ?’ তাঁর যুক্তি, ‘কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে রাজ্য়ের মাধ্য়মে রূপায়ণে দুর্নীতির সম্ভাবনা রয়েছে।’


তিনি বলেন, ‘করোনাকালে নিচুতলার পুলিশরা ভালো কাজ করছে। শীর্ষস্তরের পুলিশ অফিসাররা রাজনীতিকদের কথায় কাজ করছে। দুর্নীতির কঙ্কালকে বেশিদিন লুকিয়ে রাখা যায় না। আমি আমলাদের বলেছি,উঁচু পদে বসে আছেন যাঁরা, তাঁদের মধ্যেই রাজনীতিকরণ দেখা যাচ্ছে। গণতন্ত্র, স্বচ্ছতার স্বার্থে কাজ করুন শীর্ষস্তরের পুলিশকর্মীরা।


ধনকড় মনে করালেন, তিনি কোনও রবার স্ট্যাম্প রাজ্যপাল নন। বলেন, আমি পুলিশ, সরকার, আমলাদের নির্দেশ দিই না। আমি শুধু বলেছি মানুষের দিকে চেয়ে দেখুন, সমস্যা মেটান, আমি কিন্তু কারও পাপেট, রাবার স্ট্যাম্প বা পোস্ট অফিস নই।


এখানেই থেমে থাকেননি ধরকড়। বলেন, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট একটা স্ক্যাম, আমি সরকারের কাছে জানতে চাই কোথায় লগ্নির তথ্য? কোথায় গেল ১২ লক্ষ ৩০ হাজার কোটি টাকার বিনিয়োগ? গত কয়েক বছরে কয়েকশো কোটি টাকা খরচ করেছি। আমি বাংলার রাজনীতি নিয়ে ভাবিত নই, আমি তার অংশ নই।


ধনকড় আরও বলেন, ‘স্বাস্থ্যক্ষেত্রের উন্নতির জন্যেই কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্প। মানুষের প্রতি অন্যায় হলে চুপ থাকব না।’