মু্ম্বই (মহারাষ্ট্র): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) পুনর্দখলের ব্যাপারে সেনাপ্রধান এমএম নারাভানের সাম্প্রতিক বক্তব্য সম্পর্কে সরকার অবশ্যই ভেবে দেখবে। বললেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক। সদ্য সেনাবাহিনীর মাথায় বসা নারাভানে গত ১১ জানুয়ারি সরকারের কাছ থেকে পাকিস্তানের দখলে থাকা কাশ্মীর ফের ছিনিয়ে আনার সবুজ সঙ্কেত পেলে ভারতীয় সেনাবাহিনী এ ব্যাপারে দরকারি পদক্ষেপ করবে বলে জানান। আজ এ নিয়ে মন্ত্রীর প্রতিক্রিয়া চাওয়া হলে নায়েক বলেন, এমনটাই ওঁদের আবেগ। ওঁরা যেটা বলছেন, ভুল নয়। সরকার অবশ্যই এ ব্যাপারে ভাববে। নিহত ভারতীয় সেনা জওয়ানদের সৌধে মালা দিয়ে শ্রদ্ধাও জানান নায়েক।
সেনাপ্রধান সেদিন জম্মু ও কাশ্মীর সংক্রান্ত দেশের সংসদে গৃহীত প্রস্তাবের উল্লেখও করেন। বলেন, সংসদে এই মর্মে প্রস্তাব পাশ হয়েছে যে, গোটা জম্মু কাশ্মীরটাই ভারতের। সংসদ যদি মনে করে, তবে পাকিস্তানের দখল করে রাখা কাশ্মীরটাও আমাদের। এ ব্যাপারে আদেশ পেলেই যথাযথ পদক্ষেপ করব আমরা।