মুম্বই: মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত্ সিংহ কোশিয়ারির সঙ্গে দেখা করলেন কঙ্গনা রানাউত। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে তাঁর সংশয় প্রকাশ, মুম্বইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করা, পাল্টা তাঁর মুম্বইয়ের পালি হিলের দপ্তরে বেআইনি অদলবদলের অভিযোগে বৃহন্মুম্বই পুরসভার(বিএমসি) ভাঙচুর-এই পরিপ্রেক্ষিতেই রাজ্য়পালের কাছে রবিবার সন্ধ্যায় যান ক্যুইন অভিনেত্রী। সঙ্গে ছিলেন তাঁর বোন রঙ্গোলিও। শিবসেনা, মহারাষ্ট্র সরকার তাঁকে নিশানা করেছে, প্রতিহিংসাপরায়ণ আচরণ করছে বলে দাবি কঙ্গনার।


বৈঠকের পর সংবাদ সংস্থাকে তিনি বলেন, আমার প্রতি হওয়া অন্যায় আচরণের কথা ওনাকে জানিয়েছি। আশা করি ন্য়য়বিচার পাব যাতে অল্পবয়সি মেয়েরা সহ সব নাগরিকের সিস্টেমের ওপর ভরসা ফেরে। আমার সৌভাগ্য যে রাজ্যপাল ওনার নিজের মেয়ের মতো আমার কথা শুনেছেন।
কঙ্গনার মন্তব্যের জেরে তাঁকে কটাক্ষ, বিষোদ্গার করেছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তাঁকে মুম্বইকে ফিরতে বারণ করেছেন, আরেক শিবসেনা নেতা কঙ্গনাকে থাপ্পড় মারা হবে বলে হুমকিও দিয়েছেন।
রাজ্য়পাল কঙ্গনার অফিসের একাংশ বিএমসি বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর শুক্রবার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের এক উপদেষ্টার সঙ্গে দেখা করে অসন্তোষ প্রকাশ করেছেন বলে একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা।
কঙ্গনা পিটিশন পেশ করায় বম্বে হাইকোর্ট কঙ্গনার অফিসে অভিযান চালানোয় স্থগিতাদেশ জারি করে মামলাটিও ২২ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখে, যা কঙ্গনার জয় হিসাবেই দেখা হচ্ছে। হাইকোর্টের বক্তব্য, অভিনেত্রী যখন রাজ্যের বাইরে হিমাচল প্রদেশে, তখনই ভাঙচুর চালানো হয়েছে, মাত্র ২৪ ঘণ্টার নোটিশে। তবে কঙ্গনার বিরুদ্ধেও খারাপ শব্দ প্রয়োগ করে মুখ্যমন্ত্রীর পদমর্যাদার অপমানের অভিযোগে দুটি মামলা করেছে পুলিশ। গত সপ্তাহেই এক ভিডিওতে তিনি মুখ্যমন্ত্রীকে ‘তুই’ সম্বোধন করে বলেন, উদ্ধব ঠাকরে, তোর কী মনে হয়। তুই ফিল্ম মাফিয়াদের সঙ্গে হাত মেলাবি, আমার বাড়ি ভেঙে বদলা নিবি? আজ আমার ঘর ভেঙেছে, কাল তোর ঔদ্ধত্য চুরমার হয়ে যাবে।
.যদিও আজ সকালেও উদ্ধব বলেন, প্রাকৃতিক বা রাজনৈতিক, রাজ্যের সামনে যে ঝড়ই আসুক না কেন, তাঁর সরকার তার মোকাবিলা করবে।