কৃষ্ণেন্দু অধিকারী, সৌভিক মজুমদার, প্রকাশ সিনহা, কলকাতা : পুরভোটের (Municipal Election) দিনক্ষণ নিয়ে নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এর মাঝেই মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে (State Election Commissioner) ডেকেছেন রাজ্যপাল (Governor) জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)।


১৯ ডিসেম্বরই কলকাতা (Kolkata Municipality) ও হাওড়া পুরসভায় (Howrah Municipality) ভোট করাতে চায় রাজ্য সরকার। যার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে (Calcutta HighCourt) মামলা করেছে বিজেপি (BJP)। যার প্রেক্ষিতে, পুরভোট নিয়ে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন কী ভাবছে, তা হলফনামা দিয়ে জানাতে বলেছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। যার উত্তরে এদিনে হলফনামায় রাজ্য সরকার (West Bengal State Government) জানিয়েছে, ১৯ ডিসেম্বর প্রথম দফায় কলকাতা ও হাওড়া পুরসভায় ভোট চাইছে তারা। রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


সেই সঙ্গে হলফনামায় আরও দাবি করা হয়, কলকাতায় কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮৫ শতাংশ বাসিন্দা। রাজ্যের মধ্যে যা সর্বোচ্চ।তারপরই রয়েছে হাওড়া, ৫৫ শতাংশ। তাই প্রথমে এই দুই পুরসভায় ভোট করাতে চায় রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন। এরপর কমিশনের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্যান্য পুরসভাগুলিতে ধাপে ধাপে ভোট হবে। যদিও, বিরোধীদের এখনও দাবি একটাই, সব পুরসভার ভোট একসঙ্গে করা হোক।


আরও পড়ুন- হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করা নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব রাজ্যপালের


এই আবহে মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করবেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। এর আগে রবিবার, হাওড়া পুরসভা (সংশোধনী) বিল ২০২১ নিয়ে বিধানসভায় কী বিতর্ক ও আলোচনা হয়েছে, তার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন রাজ্যপাল। আর যা নিয়েই ফের তৈরি হয়েছে রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহ। ওনার জানার এক্তিয়ার নেই। পাল্টা মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এবার আসন্ন পুরভোট নিয়ে জানার জন্য রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকে পাঠিয়েছেন তিনি।