নয়াদিল্লি: আখ কৃষকদের জন্য ন্যায্য ও লাভজনক মূল্য (ফেয়ার অ্যান্ড রিমিউনারেটিভ প্রাইস বা এফআরপি) বৃদ্ধির অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। পরবর্তী বিপণন বর্ষের ক্ষেত্রে এফআরপি প্রতি ক্যুইন্টালে পাঁচ টাকা বাড়িয়ে করা হয়েছে ২৯০ টাকা। আখচাষীদের জন্য এটাই সবচেয়ে বেশি এফআরপি। মন্ত্রিসভার এই সিদ্ধান্তে উপকৃত হবেন প্রায় পাঁচ কোটি কৃষক ও তাঁদের ওপর নির্ভরশীলরা। কেন্দ্রীয় মন্ত্রী পিযূষ গয়াল বুধবার এ কথা জানিয়েছেন। এফআরপি-তে বৃদ্ধির সিদ্ধান্তে চিনি কল ও আনুষঙ্গিক কাজকর্মে যুক্ত প্রায় পাঁচ লক্ষ কর্মীও উপকৃত হবেন বলে জানিয়েছেন মন্ত্রী।
আখ চাষীদের আখ বিক্রির মরশুম শুরু হয় অক্টোবর থেকে। তার আগে অর্থনীতি বিষয়ক কেন্দ্রীয় কমিটির বৈঠকে এফআরপি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল। এফআরপি বৃদ্ধির সিদ্ধান্তের বিশদ ব্যাখ্যা দিয়ে গয়াল জানিয়েছেন, ১০ শতাশ রিকভারির ভিত্তিতে এফআরপি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও কৃষকের ৯.৫ শতাংশের কম হলেও এফআরপি হবে প্রতি কুইন্টালে ২৭৫ টাকা। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষকরা রিকভারির ক্ষেত্রে উন্নতি করেছেন।
উল্লেখ্য, রিকভারির অর্থ আখ থেকে কতটা চিনি উৎপাদন হয়। ১০ শতাংশ রিকভারি মানে হল ১ কুইন্টাল আখের রস থেকে ১০ শতাংশ অর্থাৎ ১০ কিলো চিনি উৎপাদন। গয়াল জানিয়েছেন, এফআরপি-র মাধ্যমে আখ কৃষকদের প্রায় ১ লক্ষ কোটি টাকা অতিরিক্ত প্রাপ্তি হবে।
গয়াল জানিয়েছে, সারা দেশজুড়েই রিকভারি বাড়ছে। আখ থেকে চিনি রিকভারি বাড়ছে। গত বছর রফতানির পরিমাণও রেকর্ড তৈরি করেছে। গত বছর ৭০ লক্ষ টন রফতানির কন্ট্রাক্ট হয়েছিল।
আখ (নিয়ন্ত্রণ)নির্দেশ, ১৯৬৬- মোতাবেক চালু এফআরপি হল আখ চাষীদের ন্যুনতম কত টাকা চিনিকলগুলিকে দিতে হবে। এফআরপি-র মধ্যে উৎপাদন খরচ, চাহিদা ও যোগান, চিনির দামের ওপর কতটা প্রভাব পড়তে পারে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে দামের মতো বিষয়গুলি বিবেচনার মধ্যে রাখা হয়।
কেন্দ্র সরকার আখের কৃষকদের চিনি কলগুলির দেয় অর্থের পরিমাণ শেষবার গত বছরের অগাস্টে বাড়িয়েছিল। ২০২০-২১ বিপণন বর্ষে এফআরপি প্রতি কুইন্টালে ২৮৫ টাকা করা হয়েছিল।
উল্লেখ্য, উত্তরপ্রদেশ, পঞ্জাব ও হরিয়ানার মতো সর্বাধিক আখ উৎপাদনকারী রাজ্যগুলিতে তাদের নিজস্ব আখের মূল্য রয়েছে, যাতে বলা হয়, স্টেট অ্যাডভাইসরি প্রাইসেস ( এসএপিএস), যা সাধারণভাবে কেন্দ্রের এফআরপি-র থেকে বেশি হয়ে থাকে।