সিপিএম সাধারণ সম্পাদক লিখেছেন, গরিব ভারতবাসীর দুর্দশা থেকে মুনাফা করাই হল মোদিনমিক্স বা মোদির অর্থনীতি যেখানে পছন্দের ধনী লোকজনের লক্ষ কোটি টাকার ঋণ মকুব করা হয়। সরকারের মানসিকতা, দৃষ্টিভঙ্গি, আচরণ চরম লজ্জাজনক, নিন্দার।
সরকারি পরিসংখ্যানে প্রকাশ, রেলের শ্রমিক স্পেশাল ট্রেন চালাতে ২১৪২ কোটি টাকা খরচ হয়েছে, আয় হয়েছে মাত্র ৪২৯ কোটি।
সমাজকর্মী অজয় বোস তথ্য জানার অধিকার আইনে পেশ করা আবেদন মারফত যে তথ্য পেয়েছেন, তাতে দেখা যাচ্ছে, ২৯ জুন পর্যন্ত, যখন মোট ৪৬১৫টি ট্রেনের অধিকাংশই চালানো হয়েছে, রেল আয় করেছে ৪২৮ কোটি টাকা। আর জুলাইয়ে ১৩টি ট্রেন চালিয়ে বাড়তি প্রায় ১ কোটি টাকা পেয়েছে রেল।