নয়াদিল্লি: ঋণের ভারে জর্জরিত এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ার বিক্রি করতে চলেছে কেন্দ্র। এ জন্য আজ তারা নিলাম সংক্রান্ত প্রাথমিক দরপত্র প্রকাশ করল। আগ্রহীদের ১৭ মার্চের মধ্যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জমা দিতে হবে। ৩১ মার্চ জানানো হবে সফল আবেদনকারীদের নাম।
কৌশলগত বিলগ্নীকরণের অংশ হিসেবে এয়ার ইন্ডিয়া সস্তার উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসেরও ১০০ শতাংশ শেয়ার বিক্রি করতে চলেছে। ৫০ শতাংশ শেয়ার বিক্রি হবে এয়ার ইন্ডিয়া ও সিঙ্গাপুর এয়ারলাইন্সের জয়েন্ট ভেঞ্চার এআইএসএটিএস-এর। যে বিনিয়োগকারী এয়ার ইন্ডিয়া কিনে নেবেন স্বাভাবিকভাবেই সংস্থার যাবতীয় নিয়ন্ত্রণ তাঁর হাতে চলে যাবে।
২ বছরেরও কম সময়ে এ নিয়ে দ্বিতীয়বার এয়ার ইন্ডিয়ার শেয়ার বিক্রির চেষ্টা করল কেন্দ্র। এআইএসএটিএস ছাড়া এয়ার ইন্ডিয়ার হাতে রয়েছে এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিসেস, এয়ারলাইন অ্যালায়েড সার্ভিসেস ও হোটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই সংস্থাগুলি পৃথক একটি সংস্থা এয়ার ইন্ডিয়া অ্যাসেটস হোল্ডিং লিমিটেড বা এআইএএইচএল-এর হাতে তুলে দেওয়া হচ্ছে, নিলামের বাইরেই থাকবে এগুলি। এছাড়া বলা হয়েছে, এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ঘাড়ে যে ২৩,২৮৬.৫ কোটি টাকার ঋণ রয়েছে, বিলগ্নীকরণের পরেও তা থেকে যাবে, তখন তা বর্তাবে এআইএএইচএল-এর ওপর।
২০১৮ সালে কেন্দ্রীয় সরকার এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ শেয়ার বিলগ্নীকরণের প্রস্তাব দেয়, সংস্থার ম্যানেজমেন্টের নিয়ন্ত্রণও তুলে দিতে চায় বেসরকারি সংস্থার হাতে। কিন্তু তখন দেশের এই প্রধান উড়ান সংস্থার কোনও আগ্রহী ক্রেতা জোটেনি।
এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ারই বিক্রি করবে কেন্দ্র, জারি করল নিলাম সংক্রান্ত দরপত্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Jan 2020 11:06 AM (IST)
২০১৮ সালে কেন্দ্রীয় সরকার এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ শেয়ার বিলগ্নীকরণের প্রস্তাব দেয়, সংস্থার ম্যানেজমেন্টের নিয়ন্ত্রণও তুলে দিতে চায় বেসরকারি সংস্থার হাতে। কিন্তু তখন দেশের এই প্রধান উড়ান সংস্থার কোনও আগ্রহী ক্রেতা জোটেনি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -