লস অ্যাঞ্জেলস থেকে আচমকা হাওয়ায় চপারে আগুন লেগে যায়। ঘুরপাক খেতে খেতে নীচে এসে পড়ে সেটি। ঘটনাস্থলেই সব যাত্রীর মৃত্যু হয়। কপ্টারটি ছিল ব্রায়ন্টের ব্যক্তিগত সম্পত্তি। ঠিক কীভাবে তাতে আগুন লাগল এখনও জানা যায়নি।
কোবে ব্রায়ন্টের মত খেলোয়াড়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাস্কেটবল জগতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। বলেছেন, গিয়ানার মৃত্যু আরও দুঃখজনক।
প্রাক্তন মার্কিন প্রেসি়ডেন্ট বারাক ওবামাও ব্রায়ন্ট ও গিয়ানার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।
ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন বা এনবিএ-তে ২০ বছর খেলেছেন ব্রায়ন্ট। জিতেছেন ৫টি চ্যাম্পিয়নশিপ। ১৮ বার হয়েছেন অল স্টার। ২০০৮ ও ২০১২ অলিম্পিকে আমেরিকাকে বাস্কেটবলে স্বর্ণপদক জেতান। ২০১৬ সালে এনবিএ-র তৃতীয় সর্বকালীন সেরা স্কোরার হিসেবে অবসর নেন তিনি।