নয়াদিল্লি: মাত্র আট মাস হল দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ। এরই মধ্যে দেশে ঘটে গিয়েছে একের পর এক আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। জম্মু ও কাশ্মীর থেকে তুলে নেওয়া হয়েছে সংবিধানের ৩৭০ ধারা, জারি হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন, দেশের আর্থিক অবস্থা ও বেকারত্ব নিয়ে উদ্বেগ বেড়েছে। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দেশজুড়ে চলছে বিক্ষোভ। এরই মধ্যে দেশের মানুষের মনোভাব জানতে সমীক্ষা চালিয়েছে এবিপি নিউজ ও সি ভোটার। ৩০,২৪০ জন মানুষের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছে। সমীক্ষায় ইঙ্গিত মিলেছে, দেশে যদি এখনই সাধারণ নির্বাচন হয়, তাহলে এনডিএ-র আসন সংখ্যা ২৩টি কমতে পারে। এনডিএ পেতে পারে ৩৩০টি আসন। অন্যদিকে, ইউপিএ পেতে পারে ১৩০টি আসন। ২০১৯ সালের নির্বাচনের চেয়ে ৩৪টি আসন বাড়তে পারে ইউপিএ-র। অন্যান্য দলগুলি পেতে পারে ৮৩টি আসন। এনডিএ পেতে পারে ৪৪ শতাংশ ভোট। ইউপিএ পেতে পারে ২৫ শতাংশ ভোট। অন্যান্য দলগুলি পেতে পারে ৩১ শতাংশ ভোট।

Continues below advertisement

তবে সমীক্ষা বলছে, এনডিএ-র আসন কমলেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা অটুট। দেশের ৭০ শতাংশ মানুষ চান মোদিই প্রধানমন্ত্রী থাকুন। মাত্র ২৫ শতাংশ মানুষ কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।

Continues below advertisement