বর কনের পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে।
২ তারিখ গোপালপুর অন সি-র একটি হোটেলে এক বিখ্যাত হোটেল মালিকের ছেলের বিয়ে ছিল। এ জন্য প্রশাসনের কাছ থেকে ছাড়পত্র নেওয়া হয়। কিন্তু নিয়ম লঙ্ঘনের জেরে হোটেলটি ৭ দিনের জন্য সিল করে দেওয়া হয়েছে।
গঞ্জামের জেলা শাসক ভি কুলাঙ্গে বলেছেন, নিজের আনন্দে অন্য কারও জীবন নষ্ট করা উচিত নয়। বেরহামপুরের এই বিয়েতে করোনা সংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘন করার দায়ে এই জরিমানা করা হয়েছে, দু’তরফের বিরুদ্ধেই জারি হয়েছে এআইআর। বরের বাবা ও ভাইকে গ্রেফতার করা হয়েছে বলে বেরহামপুরের পুলিশ সুপার পিনাক মিশ্র জানিয়েছেন।
বিষয়টি জানাজানি হয় একটি ভিডিও প্রকাশের পর। তাতে দেখা যায়, বর ও তাঁর আত্মীয়রা দূরত্ববিধি বেমালুম ভুলে গিয়ে মাস্ক টাস্ক না পরে নাচতে নাচতে যাচ্ছেন। অনেকে হাতও ধরে রয়েছেন।
রাজ্য সরকারের করোনা গাইডলাইন অনুযায়ী সর্বাধিক ৫০ জন কোনও বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারেন। তাও করতে হবে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের নিয়ম কঠোরভাবে মেনে, মাস্ক পরে। গঞ্জামের জেলা শাসক বলেছেন, ওই বিয়েতে যাঁরা হুল্লোড় করতে করতে যান তাঁদের সকলকে ইনস্টিটিউশনাল কোয়ারান্টাইনে পাঠানো হবে।