আমদাবাদ: আর কদিন পরেই নির্বাচন। তার আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। এমনটাই হল নরেন্দ্র মোদি, অমিত শাহের রাজ্য গুজরাতে। 


গুজরাতের বিজেপি সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল বুধবার ঘোষণা করলেন ডিসেম্বরে হতে চলা নির্বাচনে তাঁরা আর লড়াই করবেন না। ঠিক এমন সময়ে এই ঘোষণা করা হল যখন নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় সংসদীয় বোর্ড গুজরাতের প্রার্থীতালিকা তৈরির জন্য মিটিং করছে।


লড়বেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী:
এদিন রাজকোটে সাংবাদিককে বিজয় রূপানি (Vijay Rupani) বলেন, 'আমি সিদ্ধান্ত নিয়েছি যে এবার আর ভোটে লড়ব না।' যদিও এমন সিদ্ধান্তের কোনও কারণ রয়েছে কিনা তা তিনি জানাননি। বছর ছেষট্টির রূপানি ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত গুজরাতের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। এখনও তিনি একজন বিধায়ক। তাঁকে পঞ্জাবে দলের দায়িত্ব দিয়েছে বিজেপি।  


লড়বেন না প্রাক্তন উপমুখ্যমন্ত্রী:
একই পথে হেঁটেছেন গুজরাতের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল (Nitin Patel)। তিনি গুজরাত বিজেপি সভাপতির কাছে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে তিনি লিখেছেন যাতে তাঁকে তাঁর বর্তমান আসন মেহসানা থেকে ভোটে লড়ার জন্য বাছাই না করা হয়। কারণ তিনি এবার নির্বাচনে লড়াই করতে চান না।  


আরও ২ জন:
গুজরাত বিজেপির মুখপাত্র জানিয়েছেন,
ওই দুই নেতা ছাড়াও, ভূপেন্দ্রসিং ছুড়াসামা (Bhupendrasinh Chudasama) এবং প্রদীপসিং জাদেজা (Pradipsinh Jadeja)-ও জানিয়েছেন যে তাঁরা এবার গুজরাত নির্বাচনে লড়বেন না। ওই দুজনই বিজয় রূপানির মন্ত্রিসভার সদস্য ছিলেন। এই দুজন এখনও বিধায়ক রয়েছেন।


গুজরা বিধানসভা ১৮২টি আসনের। আসন্ন নির্বাচন দুই দফায় করা হবে। প্রথম দফার ভোট হবে ১ ডিসেম্বর এবং দ্বিতীয় দফার ভোট হবে ৫ ডিসেম্বর। ভোটগণনা হবে ৮ ডিসেম্বর। প্রথম দফায় অর্থাৎ ১ ডিসেম্বরে গুজরাতের ৮৯টি বিধানসভায় ভোটগ্রহণ হবে। ৫ নভেম্বর গেজেট নোটিফিকেশন প্রকাশ করা হবে। মনোনয়ন পত্র জমার শেষদিন ১৪ নভেম্বর। মনোনয়নপত্রের স্ক্রুটিনি হবে ১৫ নভেম্বর।  মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন ১৭ নভেম্বর। দ্বিতীয় দফার গুজরাতের ৯৩টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। ১০ নভেম্বর প্রকাশিত হবে গেজেট নোটিফিকেশন। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ নভেম্বর।  ১৮ নভেম্বর হবে স্ক্রুটিনি। দ্বিতীয় দফার জন্য মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ২১ নভেম্বর।


আরও পড়ুন: ফের বিশ্বের দ্বিতীয় ধনী হতে পারেন গৌতম আদানি! এই নম্বরে রয়েছেন মুকেশ অম্বানি