নয়া দিল্লি: আমাদের জীবন চাহিদা মেটাতে আয়ের প্রয়োজন রয়েছে। প্রতিদিনের জীবনে কাজ করে অর্থ উপার্জন করে চলেছি সকলেই। তবে মাঝে মাঝে, ক্লান্তিকর কাজগুলি মানুষকে তাদের কাজ করার ইচ্ছা হারিয়ে ফেলে। কিন্তু বৃদ্ধ বয়সেও যে কাজই আনন্দ দেয়, সেই বিষয়টি মাথায় রেখে এখনও কাজ করে চলেছেন এক বৃদ্ধ।               


সেই ঘটনা অনুপ্রেরণা জুগিয়ে চলেছে অনেককেই। সম্প্রতি, কাজের প্রতি একজন বয়স্ক ব্যক্তির মনোভাবের একটি গল্প টুইটারে পোস্ট করা হয়েছে। যারা তাদের নিয়মিত কাজের প্রতি আগ্রহ হারাতে শুরু করেছে তাঁদের জন্য এই ঘটনা সত্যিই অনুপ্রেরণামূলক। সেই কাহিনীই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। 


রোদ-বৃষ্টিকে উপেক্ষা করে রোজই শিঙারা এবং চিঁড়ের পোলাও বিক্রি করছেন এক অশীতিপর বৃদ্ধ। এক নেটিজেন ট্রাফিক সিগন্যালে গাড়ি পার্কিং করার সময় ওই বৃদ্ধকে দেখেন। বৃষ্টির দিনে ভিজে ভিজেই তিনি খাবার বিক্রি করে চলেছেন তিনি।  


আরও পড়ুন, গেরুয়া বসন, পায়ে খড়ম, বিলাসবহুল গাড়িতে চালকের আসনে বাবা রামদেব! জোর তরজা শুরু


কিন্তু কেন এই বয়সে এখনও এই কাজ করে চলেছেন তিনি? অর্থের জন্য কি? ওই ব্যক্তির উত্তরে ওই বৃদ্ধ 'আমি এই বয়সে টাকার জন্য কাজ করি না। নিজের মনকে খুশি করার জন্য কাজ করি। বাড়িতে একা বসে থাকার চেয়ে এখানে থাকা অনেক ভালো। যখন আমার খাবার খেয়ে ক্রেতারা খুশি দেখতে পাই তখন আমার মনও আনন্দে ভরে যায়।'






টুইটারে ওই নেটিজেন লেখেন, "আমি যখন আমার গাড়ি উদয়পুরের কোর্ট সার্কেলের কাছে একটি ট্রাফিক সিগন্যালের পাশে দাঁড় করিয়েছিলাম তখন প্রবল বৃষ্টি হচ্ছিল, যেখানে আমি একজন বৃদ্ধকে গরম সমোসা এবং পোহা বিক্রি করতে দেখেছি। আমি একটি অর্ডার দিয়েছিলাম এবং কৌতূহলবশত তাকে জিজ্ঞাসা করলাম কেন তিনি আজ বিশ্রাম নিলেন না, তার বয়স বিবেচনা করে। তিনি আমাকে এমন কিছু বলেছিলেন যা কাজের প্রতি আমার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিয়েছে।"