গাঁধীনগর: বিয়ের কথা ছিল ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে।  দুই বাড়িতে সাজো সাজো রব কিন্তু কোথায় যেন তাল কেটে গিয়েছে। বরের বাবা আর কনের মা, দু’জনকেই পাওয়া যাচ্ছে না। এভাবে ১০ দিনের বেশি কেটে যাওয়ার পর টনক নড়ল দু’পক্ষের। দেখা গেল, দুই হবু বেয়াই বেয়ান ইলোপ করেছেন। আরও সহজে বলতে গেলে স্রেফ পালিয়ে গিয়েছেন।

স্বাভাবিকভাবেই বন্ধ রাখা হয়েছে বিয়ে। জানা গিয়েছে, বরের বাবা আর কনের মা ছোটবেলা থেকে পরস্পরকে চিনতেন, বিয়ে করতে চেয়েছিলেন তাঁরা। বেশ কয়েকবার এক সঙ্গে পালানোরও চেষ্টা করেন কিন্তু সফল হননি। শেষমেষ দু’জনের পরিবার অন্য দু’জনের সঙ্গে তাঁদের বিয়ে দিয়ে দেয়, অসমাপ্ত থেকে যায় প্রেম কাহিনী। ভদ্রলোক থেকে যান কাতারগামে, সেখানেই ব্যবসা শুরু করেন। আর ভদ্রমহিলা বিয়ে করে চলে যান নাভসারি এলাকায়।

কিন্তু পুরনো চাল ভাতে বাড়ে। ভাগ্যের ফেরে আবার দেখা হয় তাঁদের। ছেলেমেয়েদের বিয়ে ঠিক হয়। ভাবী বেয়াই বেয়ান চমকে যান একে অপরকে দেখে। বেয়াইয়ের বয়স তখন ৪৮, বেয়ানের ৪৬। কিন্তু প্রেম কবে আর বয়স মানে!

ছেলেমেয়ের বিয়ের ঠিক এক মাস আগে চম্পট দিয়েছেন তাঁরা। ১০ দিনেরও বেশি কেটে গেলে দুই পরিবার পুলিশে খবর দেয়। জানা যায়, শেয তাঁদের দেখা গিয়েছে ১০ তারিখ, নিজের নিজের বাড়িতে। তারপর থেকে আর কোনও খবর নেই।