ট্রেন্ডিং

সুদর্শনের শতরান, গিলের ৯৩, দিল্লি ক্যাপিটালসকে দুরমুশ করে প্লে-অফে পৌঁছল গুজরাত টাইটান্স

ওপেনিং পার্টনারশিপ ভাঙতে পারল না দিল্লি, গিল-সুদর্শনের দৌরাত্ম্যে ১০ উইকেটে ম্যাচ জিতল টাইটান্স

ব্যাট হাতে আগাগোড়া রাহুলের দাপট, কেএলের সেঞ্চুরিতে ভর করে ১৯৯ রান তুলল দিল্লি ক্যাপিটালস

ওপেনিংয়ে ফিরতেই অনবদ্য ইনিংস রাহুলের, হাঁকালেন সেঞ্চুরি, ভাঙলেন কোহলির রেকর্ড

'NationalShameKohli', 'Shame on Deshdrohi Dhoni'! সোশ্যালে হঠাৎ ভাইরাল আজব হ্যাশট্যাগ, কারণ কী?
স্পিনজালে নাস্তানাবুদ রয়্যালস, যশস্বী, জুরেলের দুরন্ত হাফসেঞ্চুরির পরেও ১০ রানে হারল রাজস্থান
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে এক ওভারে ২৮ রান, লজ্জার রেকর্ড স্পর্শ জো রুটের
রুটের সতীর্থ জেমস অ্যান্ডারসন এবং দক্ষিণ আফ্রিকার স্পিনার রবিন প্যাটারসনও এক ওভারে ২৮ রান দিয়েছেন।
Continues below advertisement

পোর্ট এলিজাবেথ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ড সহজেই ইনিংস ও ৫৩ রানে জিতলেও, এক লজ্জার রেকর্ড স্পর্শ করলেন অধিনায়ক জো রুট। তিনি এক ওভারে দিলেন ২৮ রান। টেস্টের ইতিহাসে এটাই এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড। রুটের সতীর্থ জেমস অ্যান্ডারসন এবং দক্ষিণ আফ্রিকার স্পিনার রবিন প্যাটারসনও এক ওভারে ২৮ রান দিয়েছেন। তাঁদের সঙ্গে একই সারিতে জায়গা করে নিলেন রুট।
এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৭ রান করেই কাগিসো রাবাডার বলে বোল্ড হয়ে যান রুট। প্রথম ইনিংসে বল হাতে তিনি সাফল্য না পেলেও, দ্বিতীয় ইনিংসে চার উইকেট নেন। যদিও দ্বিতীয় ইনিংসের ৮২-তম ওভারেই তিনি ২৮ রান দেন। তাঁর প্রথম তিনটি বলেই বাউন্ডারি মারেন কেশব মহারাজ। পরের দু’টি বলে ছক্কা মারেন তিনি। শেষ বলে বাই চার রান হয়।
Continues below advertisement
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে