এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৭ রান করেই কাগিসো রাবাডার বলে বোল্ড হয়ে যান রুট। প্রথম ইনিংসে বল হাতে তিনি সাফল্য না পেলেও, দ্বিতীয় ইনিংসে চার উইকেট নেন। যদিও দ্বিতীয় ইনিংসের ৮২-তম ওভারেই তিনি ২৮ রান দেন। তাঁর প্রথম তিনটি বলেই বাউন্ডারি মারেন কেশব মহারাজ। পরের দু’টি বলে ছক্কা মারেন তিনি। শেষ বলে বাই চার রান হয়।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে এক ওভারে ২৮ রান, লজ্জার রেকর্ড স্পর্শ জো রুটের
Web Desk, ABP Ananda
Updated at:
21 Jan 2020 01:52 PM (IST)
রুটের সতীর্থ জেমস অ্যান্ডারসন এবং দক্ষিণ আফ্রিকার স্পিনার রবিন প্যাটারসনও এক ওভারে ২৮ রান দিয়েছেন।

NEXT
PREV
পোর্ট এলিজাবেথ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ড সহজেই ইনিংস ও ৫৩ রানে জিতলেও, এক লজ্জার রেকর্ড স্পর্শ করলেন অধিনায়ক জো রুট। তিনি এক ওভারে দিলেন ২৮ রান। টেস্টের ইতিহাসে এটাই এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড। রুটের সতীর্থ জেমস অ্যান্ডারসন এবং দক্ষিণ আফ্রিকার স্পিনার রবিন প্যাটারসনও এক ওভারে ২৮ রান দিয়েছেন। তাঁদের সঙ্গে একই সারিতে জায়গা করে নিলেন রুট।
এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৭ রান করেই কাগিসো রাবাডার বলে বোল্ড হয়ে যান রুট। প্রথম ইনিংসে বল হাতে তিনি সাফল্য না পেলেও, দ্বিতীয় ইনিংসে চার উইকেট নেন। যদিও দ্বিতীয় ইনিংসের ৮২-তম ওভারেই তিনি ২৮ রান দেন। তাঁর প্রথম তিনটি বলেই বাউন্ডারি মারেন কেশব মহারাজ। পরের দু’টি বলে ছক্কা মারেন তিনি। শেষ বলে বাই চার রান হয়।
এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৭ রান করেই কাগিসো রাবাডার বলে বোল্ড হয়ে যান রুট। প্রথম ইনিংসে বল হাতে তিনি সাফল্য না পেলেও, দ্বিতীয় ইনিংসে চার উইকেট নেন। যদিও দ্বিতীয় ইনিংসের ৮২-তম ওভারেই তিনি ২৮ রান দেন। তাঁর প্রথম তিনটি বলেই বাউন্ডারি মারেন কেশব মহারাজ। পরের দু’টি বলে ছক্কা মারেন তিনি। শেষ বলে বাই চার রান হয়।
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -