বুধবার গুজরাটের জামনগরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান ভেঙে পড়ল। দুর্ঘটনার পরের একটি ভিডিওতে জাগুয়ার বিমানটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং ধ্বংসাবশেষ জ্বলতে দেখা যায়।

গুজরাটের জামনগর থেকে ১২ কিলোমিটার দূরে সুভ্রদ্রা নগর। সেখানেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে ভারতীয় বায়ুসেনার ফাইটার জেটের অংশ। এমনকী দাউদাউ করে আগুন জ্বলছে সেখানে, সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর। 

ভারতীয় বিমান বাহিনীর অফিসাররা জানিয়েছেন, টুইন-সিটার জাগুয়ারটি একটি নিয়মিত প্রশিক্ষণ বিমান ছিল। বিমানটি ভেঙে পড়ার আগে একজন পাইলট কোনওক্রমে নিজেকে ইনজেক্ট অর্থাৎ বিমান থেকে বিচ্ছিন্ন করে নিলেও, খোঁজ নেই অপরজনের। সূত্রের খবর, আম্বালা বিমানঘাঁটি থেকে ওই ফাইটার জেট প্রশিক্ষণের জন্য উড়েছিল।  ভেঙে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে বিমানে থাকা দ্বিতীয় পাইলটকে বাঁচানো সম্ভব হয়নি।

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, এসপি প্রেমসুখ দেলু জানিয়েছেন, দুর্ঘটনার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। পুলিশ এবং দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ পাইলটের খোঁজ শুরু করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং এরপরই দুর্ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উঠতে দেখেন। বিমানের দুর্ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। তবে এ ঘটনায় তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে বলে ধারণা করা হচ্ছে।                                                                                

পরে সেনাবাহিনীর সদস্যেরা এসে হাত লাগান উদ্ধারকাজে। দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ার দৃশ্য ধরা পড়েছে সমাজমাধ্যমে প্রকাশিত হওয়া একাধিক ভিডিয়োয়। বিমান থেকে চালকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই এক জনের চালকের মৃত্যু হয়।