নয়াদিল্লি: নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গুজরাতের আমদাবাদে জারি হচ্ছে নাইট কার্ফু।আজ অর্থাৎ ২০ নভেম্বর থেকেই এই নির্দেশ কার্যকর করা হচ্ছে। আমদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের দাবি, উৎসবের পরেই আক্রান্তের সংখ্যা বেড়েছে। আর সেই পরিস্থিতি সামাল দিতেই রাতে কার্ফু জারি করা প্রয়োজনীয় বলে মনে করছে প্রশাসন।কার্ফু শুরু হবে রাত নটা থেকে। চলবে ভোর ছটা পর্যন্ত। রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব রাজীব কুমার গুপ্তাকে রাজ্য সরকার আমদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন কেমন করে কোভিড মোকাবিলা করবে তা দেশাশোনা করার জন্য বিশেষ দায়িত্ব দিয়েছে। তিনি নিজে এই নাইট কার্ফুর কথা ঘোষণা করেন। এবং শহর তথা রাজ্যের মানুষকে করোনা দমনের জন্য প্রযোজনীয় সমস্ত নিয়ম মেনে চলার অনুরোধ জানিয়েছেন।
প্রসঙ্গত, গুজরাত সরকারের দেওয়া হিসেব অনুসারে, এখনও পর্যন্ত আমদাবাদে আক্রান্তের সংখ্যা প্রায় ৪৫ হাজার। সুস্থ হওয়ার সংখ্যা ৪০ হাজার প্রায়। মৃত ২ হাজার। সামগ্রিক রাজ্যের দিকে তাকালে গুজরাতে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৪৫৭। এর মধ্যে ৮৩ জনকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। এখনও পর্যন্ত গুজরাতে ৬৯ লক্ষ৭৮ হাজার ২৪৯ জনের কোভিড টেস্ট হয়েছে।গত কয়েক দিন ধরে গুজরাতের বেসরকারি হাসপাতালগুলির করোনা-বেড দ্রুত গতিতে ভরে যাচ্ছে বলে সূত্রের খবর। রাজ্যে পড়ে আছে আর মাত্রই শ-চারেক করোনা-বেড। সেসব মাথায় রেখেই নতুন করে সতর্কতার পথে হাঁটছে সরকার।