টরন্টো: আধুনিক কানাডার ইতিহাসে এখনও পর্যন্ত ভয়ঙ্করতম হামলায় অন্তত ১৬ জনকে গুলি করে মারল এক বন্দুকবাজ। নোভা স্কটিয়া প্রদেশে ১২ ঘণ্টা ধরে হামলা চালায় সে।  একটা সময় পুলিশেরও ছদ্মবেশ ধরে।


মৃতদের মধ্যে ২৩ বছর পুলিশে চাকরি করা এক অফিসারও রয়েছেন, নাম হেইডি স্টিভেনসন, দুটি সন্তান রয়েছে তাঁর।

বন্দুকবাজের নাম গ্যাব্রিয়েল ওয়ার্টম্য়ান, বয়স ৫১। দাঁতের অসুখ সারানোর কাজকর্ম করত সে। মনে হচ্ছিল, গুলি চালানোর মাঝে ধোঁকা দেওয়ার জন্য একটা সময় পুলিশেরও ইউনিফর্ম পরে নেয়।  নিজের গাড়িটাকেও সাজিয়ে নেয় হবুহু পুলিশের গাড়ি হিসেবে। পুলিশ জানিয়েছে, ওয়ার্টম্যান আর বেঁচে নেই। কিন্তু প্রয়াত পুলিশ অফিসার স্টিভেনসনই তাঁকে গুলি করেছেন কিনা সে ব্য়াপারে স্পষ্ট কিছু বলেনি।

নোভা স্কটিয়ার বিভিন্ন এলাকায় তাণ্ডব চালায় ওয়ার্টসন। বেশ কয়েকটি জায়গায় তার গুলিতে মানুষ মারা গিয়েছেন। পুলিশ শেষ পর্যন্ত তার ১৬ জন শিকারের খবর পেয়েছে, এছাড়া সে নিজেও মারা গিয়েছে গুলিতে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। তবে এই গণহত্যার সঙ্গে সন্ত্রাসবাদের কোনও যোগ থাকার প্রমাণ এখনও মেলেনি। কেন সে এভাবে গুলি চালাল, তাও পরিষ্কার নয়।

এর আগে ১৯৮৯ সালে মন্ট্রিয়লে এমনই এক বন্দুকবাজ গুলি চালিয়ে ১৫ জন মহিলাকে খুন করে।