নয়াদিল্লি : সোমবার সকালে মারা গেলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাবা আনন্দ সিং বিস্ত। বয়স হয়েছিল ৮৯ বছর। বেশ কিছুদিন ধরে তিনি ভর্তি ছিলেন নয়া দিল্লি এইমসে। সোমবার সকাল ১০.৪৪-এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাজ্য সরকারের তরফে অতিরিক্ত মুখ্য সচিব অবনিশ কে অবস্থি এই খবর জানান।
জানা গেছে, যোগী আদিত্যনাথের বাবা ১৫ মার্চ এইমসে ভর্তি হন। ফুসফুস ও কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। রবিবার তাঁর অবস্থার বিশেষ অবনতি হয়। তাঁর ডায়ালিসিসও শুরু হয়।
পেশায় প্রাক্তন ফরেস্ট রেঞ্জ অফিসার, আদিত্যনাথের বাবা, কয়েক মাস আগেও শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
দিল্লিতে মারা গেলেন যোগী আদিত্যনাথের বাবা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Apr 2020 01:49 PM (IST)
যোগী আদিত্যনাথের বাবা ১৫ মার্চ এইমসে ভর্তি হন। ফুসফুস ও কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -