দিল্লিতে মারা গেলেন যোগী আদিত্যনাথের বাবা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Apr 2020 01:49 PM (IST)
যোগী আদিত্যনাথের বাবা ১৫ মার্চ এইমসে ভর্তি হন। ফুসফুস ও কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি।
নয়াদিল্লি : সোমবার সকালে মারা গেলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাবা আনন্দ সিং বিস্ত। বয়স হয়েছিল ৮৯ বছর। বেশ কিছুদিন ধরে তিনি ভর্তি ছিলেন নয়া দিল্লি এইমসে। সোমবার সকাল ১০.৪৪-এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজ্য সরকারের তরফে অতিরিক্ত মুখ্য সচিব অবনিশ কে অবস্থি এই খবর জানান। জানা গেছে, যোগী আদিত্যনাথের বাবা ১৫ মার্চ এইমসে ভর্তি হন। ফুসফুস ও কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। রবিবার তাঁর অবস্থার বিশেষ অবনতি হয়। তাঁর ডায়ালিসিসও শুরু হয়। পেশায় প্রাক্তন ফরেস্ট রেঞ্জ অফিসার, আদিত্যনাথের বাবা, কয়েক মাস আগেও শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।