গুরুগ্রাম : লিফট (Lift) নিচে এসে হঠাৎই আটকে গেল কিছুক্ষণ। দরজা না খোলা অবস্থায় কয়েক মুহূর্ত। ছুটে এলেন লিফটম্যান-রক্ষী। কিছুক্ষণের চেষ্টাতেই দরজা খুলতে সক্ষম হলেন তাঁরা। অবশেষে লিফটে অল্প কিছুক্ষণ আটকে থাকার পর বাইরে বেরিয়ে এলেন এক ব্যক্তি। স্বস্তির পরিস্থিতি অবশ্য কিছুক্ষণের মধ্যেই বদলে গেল চরম অস্বস্তিতে। লিফট থেকে বেরিয়ে রক্ষীর দিকে তেড়ে গেলেন এক ব্যক্তি। তারপর কষাতে শুরু করলেন চড়ের পর চড়! ঘটনা গুরুগ্রামের। হাইরাইজ এক অ্যাপার্টমেন্টের সিসিটিভি ক্যামেরাবন্দী (CCTV Camera) হয়েছে চমকে দেওয়ার মতো গোটা ঘটনাক্রম। অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে, নীল টি-শার্ট ও শর্টস পরিহিত এক ব্যক্তি লিফট থেকে বেরিয়েই তেড়ে গেলেন রক্ষীর দিকে। ফ্ল্যাটের নিরাপত্তায় থাকা ওই রক্ষী বারবার কাকুতি-মিনতির মতো করে তাঁকে কিছু বোঝানোর চেষ্টা করলেও ওই ব্যক্তি যেন শোনার পাত্রই নন। রাগে এগিয়ে এসে প্রথমে সপাটে বসালেন এক চড়। রক্ষঈ গোটা ঘটনায় থতমত খেয়ে যান। যদিও তিনি সামলে উঠে ফের বোঝানোর চেষ্টা শুরু করেন। কিন্তু বৃথা যায় তাও। বলা ভাল, অভিযুক্ত ব্যক্তির রাগের বহিঃপ্রকাশ যেন আরও বাড়তে থাকে। মুহূর্তে মুহূর্তে ওই রক্ষীকে সপাটে একের পর এক চড় কষাতে থাকেন তিনি।
গুরুগ্রামের হাইরাইজ অ্যাপার্টমেন্ট ক্লোজ নর্থ অ্যাপার্টমেন্টের ঘটনা। অভিযুক্ত ব্যক্তির নাম বরুণ নাথ (৩৯)। পেশায় ব্যবসায়ী। সোমবার ঘটনাটি ঘটেছে। ওই আবাসনের রক্ষী অশোক কুমার সংবাদসংস্থা এএনআইকে বলেছেন, লিফটে একজন আটকে থাকায় দ্রুত সেখানে ছুটে যাই। মিনিট ৩-৪এর মধ্যেই তাঁকে লিফট থেকে বাইরে বের করা সম্ভব হয়। যদিও লিফট থেকে বেরিয়েই ওই ব্যক্তি আমাকে মারতে শুরু করেন।
যে ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশে অভিযোগ দ্বারস্থ হয়। অভিযুক্ত ব্যক্তিকে যার পরে গ্রেফতার করে গুরুগ্রামের পুলিশ। পাশাপাশি সামনে আসে গোটা ঘটনার সিসিটিভি ক্যামেরা ফুটেজ। যে ছবি প্রকাশ হতেই কার্যত আলোড়ন নেটদুনিয়ায়। অনেকেরই সমালোচনা, এ কেমন অসহিষ্ণুতা!