সৌভিক মজুমদার, কলকাতা : কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) পুজোর অনুদান মামলায় হলফনামা জমা দেওয়ার জন্য সময় চাইল রাজ্য। শুধু ঘোষণা হয়েছে, এখনও বিজ্ঞপ্তি জারি হয়নি। তাই এটা মামলা করার সঠিক সময় নয়। আদালতে সওয়াল রাজ্যের।


হলফনামা জমা দেওয়ার জন্য সময় চেয়ে রাজ্যের করা আবেদন মঞ্জুর করল হাইকোর্ট। ৫ সেপ্টেম্বরের মধ্যে আদালতে হলফনামা দেবে রাজ্য (West Bengal Government)। পুজো অনুদান মামলার পরবর্তী শুনানি ৬ সেপ্টেম্বর। 


অনুদান বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর


গত সপ্তাহে রাজ্যের পুজো কমিটি গুলির সঙ্গে বৈঠকে রাজ্য সরকারের পক্ষ থেকে পুজোর অনুদান বাড়ানোর কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  কেন্দ্র (centre)অর্থ দিচ্ছে না, বিভিন্ন প্রকল্প (project) খাতে বরাদ্দও কমেছে বলে অনুযোগ মুখ্যমন্ত্রীর (CM)। কিন্তু এত টানাটানির মাঝেই পুজো কমিটিগুলির বরাদ্দ (Grant) বাড়ানোর কথা ঘোষণা করেন তিনি। ৫০ হাজার টাকা থেকে পুজো বাবদ সরকারি অনুদানের পরিমাণ ৬০ হাজার টাকা করা হচ্ছে বলে বৈঠকে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন,  'গত বার কত দিয়েছিলাম? আমার ভাঁড়ার শূন্য। মা দুর্গা ভাঁড়ার ভর্তি করবেন আশা করি। তাই আমাদের কষ্ট থাকা সত্ত্বেও ৫০ হাজার টাকাকে ৬০ হাজার টাকা করে দিলাম।' 


হাইকোর্টে মামলা


৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা এবং বিদ্যুৎ বিলে ছাড় দেওয়ার বিরোধিতায় একাধিক মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। একাধিক মামলায় মামলাকারীদের প্রশ্ন আদালতের নির্দেশ মেনে সরকারি কর্মচারীদের DA না দিয়ে, কেন পুজোয় অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল? কেন ছাড় দেওয়া হল পুজো কমিটির বিদ্যুৎ বিলে? যেখানে অনেক মানুষ এখনও খাবার, পরিশুদ্ধ জল, বিদ্যুৎ, ওষুধ পাচ্ছেন না, সেখানে কেন এই অনুদান? যেখানে অনেকের স্কুলে যাওয়ার সঙ্গতি নেই, সেখানে কী করে রাজ্য সরকার পুজোয় অনুদান দিচ্ছে? এই অনুদান কোন বৃহত্তর জনস্বার্থে লাগবে? অবিলম্বে রাজ্যকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ দিক আদালত। 


খোঁচা বিরোধীদের


প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) রাজ্য সরকারের পুজো অনুদান প্রসঙ্গে বলেছেন, 'ঘরে টাকা নেই, মূল্য আকাশ ছোঁয়া, DA দেওয়ার নাম নেই কিন্তু কর্মীদের খুশি করতে আর রাজনীতি করতে মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছেন।'  কোনও পুজো কমিটি অনুদান চায়নি। মানুষের ট্যাক্সের টাকায় এসব করা হচ্ছে। পুজো অনুদানে জনস্বার্থ মামলার প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজ্য সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছে বাম দলগুলিও।


আরও পড়ুন- 'এখনও আছিস? কত পেয়েছিস? টিপন্নি বন্ধুদের' দুর্নীতির অভিযোগ নিয়ে বিস্ফোরক জহর সরকার