কলকাতা: ফের মুখ্যমন্ত্রীকে টুইট করে করোনা সঙ্কটে সম্পর্ক স্বাভাবিক করতে অনুরোধ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।  তিনি লিখেছেন, সংবিধান প্রণেতা ভীমরাও অম্বেডকরের জন্মবার্ষিকীতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ, তিনি সংবিধান মেনে চলুন। রাজ্যপালের সঙ্গে লকডাউন অসাংবিধানিক ও অগণতান্ত্রিক। গণতন্ত্র লঙ্ঘিত হলে সংবিধানের বিপদ, লিখেছেন তিনি।