কলকাতা:হাওড়ার জগৎবল্লভপুরে কার্তিক পুজোর বিসর্জনের শোভাযাত্রায় জেনারেটরে চুল জড়িয়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ফিঙেগাছি এলাকায়।
রবিবার কার্তিক পুজো উপলক্ষে মেয়ের শ্বশুরবাড়িতে এসেছিলেন কলকাতার শ্যামবাজারের বাসিন্দা ডলি হাজরা। সোমবার প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় ক্লান্তি বোধ করায়, জেনারেটরবাহী মোটরচালিত ভ্যানের উপর বসেছিলেন তিনি। শোভাযাত্রা চলাকালীন ভ্যানটি গর্তে পড়লে, জেনারেটরের মধ্যে জড়িয়ে যায় মহিলার চুল। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। জেনারেটর ও মোটরচালিত ভ্যানটি বাজেয়াপ্ত করা হয়েছে।