নয়া দিল্লি: একটি ভুলের জন্য বিরাট অঙ্কের ক্ষতিপূরণ গুনতে হল এক নামীদামী হোটেলকে। ভুল চুল কাটা এবং চুল খারাপ করে দেওয়ার অভিযোগের ভিত্তিতে এক মডেলকে ২ কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হল। ভুলের খেসারতের জেরে যে এমন বিপুল অঙ্কের অর্থ খসাতে হবে তা স্বপ্নেও ভাবেননি হোটেল কর্তৃপক্ষ।
ওই মডেল জানান যে চুল ভুল কাটার জন্য বেশ কয়েকটি মডেলিং ও সিনেমার অফার হারিয়েছেন তিনি। বেশ কিছু অ্যাসাইনমেন্টেরও ক্ষতি হয় তাঁর। এরপরই ওই মডেল ক্রেতাদের অভিযোগ মেটানোর জাতীয় কমিশনে অভিযোগ দায়ের করেন। প্রসঙ্গত, অভিযোগকারিনী হেয়ার কেয়ার প্রোডাক্টের মডেল। ফলে এই ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং নানা কটূক্তি শুনতে হয়েছে বলেও জানান।
বিচারপতি আর কে আগরওয়াল এবং সদস্য এস এম কান্তিকরের একটি বেঞ্চ এই আদেশটি পাস করেন। অভিযোগকারীকে আট সপ্তাহের মধ্যে অর্থ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন। মডেলের দাবি ছিল হেয়ার ট্রিটমেন্টের নামে যে কেমিকেল ব্যবহার করা হয়েছিল তা চুলের মারাত্মক ক্ষতি করেছিল। এর জেরে একটি মোটা অঙ্কের বিজ্ঞাপনের চুক্তি বাতিল হয়ে যায় তাঁর।
মডেলের মতে সেলুনে যিনি ছিলেন, তাঁকে সাফ জানিয়ে দিয়েছিলাম, কী দরকার। সামনের দিকে কেমন কাটতে হবে আর পিছনের দিকে কেমন কাটা দরকার, বলে দিয়েছিলেন। তবে হেয়ারড্রেসার সে কথা কানে তোলেননি। বরং নিজের মর্জি মতো চুল কেটে দেন। দীর্ঘ তিন বছর পর কমিশনের নির্দেশে ওই মডেলকে ২ কোটি টাকার ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়।
জানা গিয়েছে অভিযোগকারিনী ক্রেতা সুরক্ষা আদালতের কাছে পৌঁছে ক্ষতিপূরণ বাবদ ৩ কোটি টাকা দাবি করেন। তবে সে অঙ্ক কমিয়ে তা ২ কোটি করা হয়েছে। এই টাকা ৮ সপ্তাহের মধ্যে তা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।