নয়াদিল্লি: দেশের অর্ধেক মানুষ ক্ষুধার্ত, আর এই সময় নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে। নাম না করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন অভিনেতা তথা রাজনীতিবিদ কমল হাসান।


মাক্কাল নিধি মাইয়মের প্রতিষ্ঠাতা কমল হাসান। ২০২১ সালে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। নির্বাচনী প্রচার নিয়ে কর্মসূচি প্রকাশ করবেন তিনি। তাঁর আগেই একাধিক প্রশ্ন ছুঁড়ে দিলেন প্রধানমন্ত্রীর দিকে। এই অর্থনৈতিক সঙ্কটে কেন বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন তিনি।

এদিন নিজের ট্যুইটারে লেখেন, কেন ১ হাজার কোটি টাকা ব্যয় করে নতুন সংসদ ভবন নির্মাণ করা হচ্ছে? যেখানে দেশের অর্ধেক মানুষ ক্ষুধার্ত। করোনার কারণে জীবনযাত্রা বিপন্ন। যখন চিনের প্রাচীর তৈরি হয় তখন বলা হয়েছিল মানুষের সুরক্ষার জন্য এই ব্যবস্থা। কাকে সুরক্ষা দিতে ১ হাজার কোটি টাকা ব্যয় করে নতুন সংসদ ভবন তৈরি হচ্ছে? উত্তর দিন মাননীয় প্রধানমন্ত্রী।

১০ ডিসেম্বর সংসদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৬৪ হাজার ৫০০ বর্গফুটের এই ভবনের দাম ৯৭১ কোটি টাকা।সংসদের নতুন ভবনে লোকসভায় ৮৮৮ জন বসতে পারবেন। রাজ্যসভায় বসতে পারবেন ৩৮৪ জন। বর্তমান সংসদ ভবনে লোকসভায় ৫৪৩ জন এবং রাজ্যসভায় ২৪৫ জন বসতে পারেন। যৌথ অধিবেশনে একসঙ্গে ১২২৪ জন বসতে পারবেন সংসদের নতুন ভবনে।

তবে নতুন সংসদ ভবন নির্মাণের কাজ এখনই শুরু হব না। কারণ এই নির্মাণের উপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা এমএনএম ৪টি আসনে জেতে। ২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। দুর্নীতি, চাকরি, গ্রামের উন্নতি, পানীয় জলের মতো বিষয়কে হাতিয়ার করে বিধানসভা নির্বাচনে লড়বে কমল হাসানের দল। এই বিষয়ে কমল হাসান বলেন, এতদিন তামিলনাড়ুর মানুষের চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়নি। আমরা ক্ষমতায় এসে মানুষের জন্য কাজ করব।