প্যারিস: অলিম্পিক্স মানেই অবিশ্বাস্য কিছু। অলিম্পিক্স মানেই সাফল্য, ব্যর্থতা এবং অবিস্মরণীয় কিছু স্মৃতি। প্যারিসের (Paris Olympics 2024) এবারের অলিম্পিক্স ইতিমধ্যেই সাক্ষী থেকেছে মনু ভাকেরের অনবদ্য প্রত্যাবর্তন কাহিনীর। সেই অলিম্পিক্সই এবার আরও এক অনবদ্য ঘটনার সাক্ষী হয়ে থাকল। সাত মাসের অন্তঃসত্ত্বা থাকাকালীনই অলিম্পিক্সে অংশগ্রহণ করে তাক লাগিয়ে দিলেন নাদা হাফিজ় (Nada Hafez)।


সাত মাসের গর্ভবতী থাকাকালীন মহিলারা ঢিলাঢালা পোশাক, আরামদায়ক জুতো পরে স্বল্প হাঁটাচলা করা, এমন ছবি দেখতেই অভ্যস্ত সকলে। কিন্তু নিদা হাফিজ় গায়ে চাপালেন বিশেষ জ্যাকেট, হাতে সাবার, মুখে মাস্ক। অলিম্পিক্সে দেশের প্রতিনিধিত্ব করতে হবে যে। প্যারিস অলিম্পিক্সের তৃতীয় দিন এমন ঘটনারই সাক্ষী হয়ে থাকল। যেখানে সাত মাসের গর্ভবতী হওয়া সত্ত্বেও নাদা শুধু অলিম্পিক্সে অংশ নিলেন না, জিতলেন এক ম্যাচও। মিশরের ফেন্সারের কর্মকাণ্ডে বিস্মিত ক্রীড়াজগত। 


২৬ বছর বয়সি নাদা ব্যক্তিগত সাবার ইভেন্টে নিজের প্রথম ম্যাচ জিতে শেষ ১৬-তেও পৌঁছে গিয়েছিলেন। তবে সেখানে পরাজিত হতে হয় তাঁকে। তারপরেই নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাদা নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানান। তিনি লেখেন, 'আপনাদের হয়তো দেখে মনে হতে পারে যে পোডিয়ামে দুইজন খেলোয়াড় লড়াই করছেন, তবে সংখ্যাটা দুই নয়, তিন। আমি, আমার প্রতিদ্বন্দ্বীর পাশাপাশি ছিল এখনও পৃথিবীর আলো না দেখা আমার সন্তান।'


 






নিজের তৃতীয় অলিম্পিক্সে অংশগ্রহণ নাদা কায়রো ইউনিভার্সিটির একজন প্যাথোলজিস্ট। এমন পরিস্থিতিতে অলিম্পিক্সে অংশগ্রহণ করা কতটা চ্যালেঞ্জিং, তা নাদার পোস্টে ধরা পড়ে। তবে রাউন্ড অফ ১৬-তে পৌঁছনোর জন্য তিনি গর্বিতও বটে। 'শারীরিক এবং মানসিক, আমার সন্তান এবং আমি অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। গর্ভবতী হওয়ার এই সফরটা এমনিই বেশ কঠিন, উপরন্তু, জীবন এবং খেলোয়াড় হিসাবে ভারসাম্য বজায় রাখাটা আরও কঠিন তবে আনন্দদায়ক। আমি এই পোস্টের মাধ্যমে জানাতে চাই যে রাউন্ড অফ ১৬-তে পৌঁছতে পেরে আমি গর্বিত।' লেখেন নজির সৃষ্টিকারী অলিম্পিয়ান।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: প্রতিপক্ষ কী করবে তা আমাদের হাতে নেই, কিন্তু... ইতিহাস গড়ে কী বললেন মনু ভাকের?