২০ জন ইজরায়েলি পণবন্দিকে মুক্তি দিল হামাস। ইজরায়েল ও হামাসের মধ্যে গাজা সংঘর্ষবিরতি চুক্তির ভিত্তিতে তাঁদের মুক্তি দেওয়া হয়। আজ দুই দফায় পণবন্দিদের ছাড়ে হামাস। প্রথম দফায়, সকালে সাত জন পণবন্দিকে ছেড়ে দেওয়া হয় এবং দ্বিতীয় দফায়, আরও ১৩ জনকে ছেড়েছে হামাস। দুই বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধের পর বাড়ি ফিরছেন তাঁরা। এই পরিস্থিতিতে মধ্যস্থতাকারী তথা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৌঁছেছেন ইজরায়েল। সংঘর্ষবিরতিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, "যুদ্ধ শেষ। এটা একটা অসাধারণ দিন। এটা নতুন শুরু।"
ইজরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষবিরতি চুক্তিতে রয়েছে, হামাস যেমন একদিকে ২০ জন ইজরায়েলি পণবন্দিকে মুক্তি দেবে, ঠিক একইভাবে ইজরায়েলের হাতে বন্দি ১৯০০-র বেশি প্যালেস্তিনীয় পণবন্দিকেও ছেড়ে দেবে ইজরায়েল। এদিন ইজরায়েলি পণবন্দিরা মুক্তি পাওয়ার আগে, তাঁদের মধ্যে কেউ কেউ ভিডিও কলে তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন। প্রায় দুই বছর পর পরিবারকে দেখে, উভয়পক্ষেই বাঁধাভাঙা উচ্ছ্বাস-আনন্দ ধরা পড়ে।
এই ঘটনাকে কেন্দ্র করে ইজরায়েলেরে সংসদে বক্তব্য রাখেন আমেরিকার প্রেসিডেন্ট। তিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উদ্দেশে বলেন, "অনেক ধন্য়বাদ, বিবি। অসাধারণ কাজ।" ট্রাম্প বলেন, "নতুন মধ্যপ্রাচ্যের এটা একটা ঐতিহাসিক ভোর। আর এত বছরের অবিরাম যুদ্ধ এবং অন্তহীন বিপদের পর, আজ আকাশ শান্ত, বন্দুক নীরব, সাইরেন স্থির, এবং সূর্য উদিত হচ্ছে এমন একটি পবিত্র ভূমিতে যা অবশেষে শান্তিতে রয়েছে, এমন একটি ভূমি এবং একটি অঞ্চল যা ঈশ্বরের ইচ্ছায় চিরকাল শান্তিতে বাস করবে। এটা শুধুমাত্র যুদ্ধের শেষ নয়, নতুন মধ্যপ্রাচ্যের এটা একটা ঐতিহাসিক ভোর। পণবন্দিরা ফিরে এসেছেন। বলতে গেলে, খুব ভাল লাগছে।" বক্তৃতার সময়, তিনি আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবির পুনরাবৃত্তি করে বলেন, "যখন আপনি আট মাসে আটটি যুদ্ধের মীমাংসা করেন, তখন এর অর্থ আসলে আপনি যুদ্ধ পছন্দ করেন না। সবাই ভেবেছিলেন, আমি নিষ্ঠুর হব। আমার মনে আছে, হিলারি ক্লিনটন বলেছিলেন যে আমি সবার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি। তিনি বলেছিলেন যে, আমার যুদ্ধে যাওয়া ব্যক্তিত্ব। কিন্তু আমার মনে হয়, আমার ব্যক্তিত্ব যুদ্ধ বন্ধ করার বিষয়ে।" এই পরিস্থিতিতে দুই আইনপ্রণেতা স্লোগান দিতে দিতে তাঁর বক্তৃতা কিছুক্ষণের জন্য থামিয়ে দেন, যাদের একজন "গণহত্যা" লেখা একটি প্ল্যাকার্ড ধরে ছিলেন। আইনপ্রণেতা, আয়মেন ওদেহ এবং ওফের কাসিফকে নেসেটের নিরাপত্তা কর্মীরা দ্রুত সরিয়ে নিয়ে যান।