Lava Phones: লাভা ভারতের সংস্থা। তাদের নতুন ফোন লাভা বোল্ড এন১ লাইট আসছে ভারতে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের সম্ভাব্য ফিচার সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। দেখে নেওয়া যাক, কী কী ফিচার থাকতে পারে। 

Continues below advertisement

  • ৬.৭৫ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিশন যুক্ত এলসিডি স্ক্রিন থাকতে পারে এই ফোনে যার রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ। তার উপর থাকবে হোল পাঞ্চ কাট আউট, যেখানে সেলফি ক্যামেরা সেনসর সাজানো থাকবে। ফোনের ওজন প্রায় ১৯৩ গ্রাম। 
  • লাভা বোল্ড এন১ লাইট ফোনে একটি UniSoc octa-core প্রসেসর থাকতে চলেছে। এর সঙ্গে ৩ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট যুক্ত থাকতে পারে। ভার্চুয়াল ভাবে র‍্যামের পরিমাণ আরও ৬ জিবি বাড়ানো যাবে। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাওয়া যাবে। 
  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং একটি অজানা সেকেন্ডারি সেনসর থাকার কথা রয়েছে। ফোনের স্ক্রিনের উপর ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে। সংস্থার দাবি এই ক্যামেরায় ৩০ ফ্রেম পার সেকেন্ডে 1080p resolution পর্যন্ত ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে। 
  • ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর যা ইউজারের ফেস রেকগনিশনের কাজ করবে। এই ফোনে একটি বিশেষ কল রেকর্ডিংয়ের ফিচার রয়েছে যার সাহায্যে ২ জনের মধ্যে কথোপকথন ফোনের স্মার্ট প্রোটেকশন ফিচারের সাহায্যে একেবারেই সুরক্ষিত থাকবে। 
  • এটি একটি ৪জি ফোন। এখানে ৪জি এলইটি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এইসব কানেক্টিভিটি ফিচারের সাপোর্ট থাকবে। এছাড়াও ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে ফোনে চার্জ দেওয়া যাবে। 
  • লাভা বোল্ড এন১ লাইট ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ফোন ধুলো ও জলে সহজে নষ্ট হবে না। ৫০০০ এমএএইচের ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে চলেছে এই ফোনে। 

লাভা ভারতের নিজস্ব সংস্থা। তাদের নতুন ফোন লাভা বোল্ড এন১ লাইট ভারতে লঞ্চ হতে চলেছে। খুব তাড়াতাড়িই এই ফোন লঞ্চ হবে তা শোনা গিয়েছে। এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের দাম সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে লাভা বোল্ড এন১ লাইট ফোন কেনা যাবে। এর আগে লাভা বোল্ড এন১ এবং লাভা বোল্ড এন১ প্রো- এই দুই ফোন লঞ্চ হয়েছে। সেই সিরিজেই যুক্ত হতে চলেছে লাভা বোল্ড এন১ লাইট। 

Continues below advertisement