মুম্বই: শেয়ার বাজার কেলেঙ্কারির নায়ক হর্ষদ মেহতার জীবনের সত্য ঘটনার ভিত্তিতে তৈরি ওয়েব সিরিজ স্ক্যাম ১৯৯২-কে ২০২০ সালে ভারতের সেরা দশ ওয়েব সিরিজের তালিকায় একেবারে শীর্ষে স্থান দিয়েছে আইএমডিবি। আইএমডিবি-র প্রতিষ্ঠাতা তথা সিইও কোল নিধাম বলেছেন যে এই সিরিজটি চলতি বছরের হিট এবং অল-টাইম হাই।এই অবকাশে একবার চোখ বুলিয়ে নেওয়া যেতে পারে হনসল মেহতার তৈরি এই সিরিজের বিষয় ও ঘটনা প্রবাহের উপর।
স্ক্যাম ১৯৯২-তে দেখা যায়, ভঙ্গুর অর্থনীতি সিস্টেমের ভেতরে ঢুকে সব এফোঁড়-ওফোঁড় করে দেওয়ার বাসনা নিয়ে নেমেছে এক যুবক। তার উদ্দেশ্য জালিয়াতি। অদম্য আরেক যুবক তৈরি জালিয়াতির মুখোশ খুলে দিতে। ১৯৯২ সালে মুম্বই স্টক এক্সচেঞ্জ কেলেঙ্কারির ঘটনা নিয়েই সনি লিভ-এর ওয়েব সিরিজ স্ক্যাম ১৯৯২—দ্য হর্ষদ মেহতা স্টোরি। একা হর্ষদ মেহতাই গোটা স্টক মার্কেটে জালিয়াতি করে ধস নামিয়েছিলেন। তিনি একা কীভাবে অসম্ভবকে সম্ভব করেছিলেন, ১০ পর্বের সিরিজজুড়ে সেই গল্প।
সিরিজের নির্মাতা হানসাল মেহতা। সুচেতা দালাল ও দেবাশিষ বসুর লেখা বই ‘দ্য স্ক্যাম’ অবলম্বনে প্রায় ১০ ঘণ্টা ব্যাপ্তির চিত্রনাট্যও লিখেছেন পরিচালক। সিরিজের প্রয়োজনে টুকটাক কিছু বিষয় অদল-বদল করলেও মূল বিষয়টি একই আছে। সিরিজে প্রধান চরিত্র হারশাদ মেহতার ভূমিকায় অভিনয় করেছেন গুজরাটি অভিনেতা প্রতীক গাঁধী।
মুক্তির পর থেকেই সমালোচক থেকে শুরু করে সাধারণ দর্শক—সবার ভূয়সী প্রশংসা পেয়ে আসছে সিরিজটি। এখন পর্যন্ত এটিই ভারতের সেরা ওয়েব সিরিজ, এমন তকমাও দিচ্ছেন কেউ কেউ। সিরিজটিকে দর্শক এতটাই ভালোবেসেছে, আইএমডিবিতেও ৯.৬ রেটিং নিয়ে ইন্ডিয়ার সেরা টিভি সিরিজের তালিকায় শীর্ষে উঠে এসেছে স্ক্যাম ১৯৯২।