মিকা এখন কৃষক আন্দোলনকে ভরপুর সমর্থন দিচ্ছেন। লকডাউনের সময় অভিনেত্রী চাহত খন্না ও আকাঙ্খা পুরীর সঙ্গে তাঁর রোমান্টিক ছবি দারুণ ভাইরাল হয়েছে। ৮ মাস হাতে কাজ নেই, মারাত্মক চাপে মিকা সিংহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Dec 2020 09:24 AM (IST)
মিকা এখন কৃষক আন্দোলনকে ভরপুর সমর্থন দিচ্ছেন।
মুম্বই: লকডাউনের পর ৮ মাস হাতে কাজ নেই। নিজেই জানালেন মিকা সিংহ। তাঁর দাবি, শুধু তিনি নন, বিনোদনের সঙ্গে যুক্ত বহু মানুষ এমন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। সায়োনি ছবিতে একটি গান গেয়েছেন মিকা। তাঁর সব আশা এখন এই ছবির ওপর। বড় পর্দায় রোমান্টিক অ্যাকশন ছবিতে তাঁর গান দর্শকের কেমন লাগে তা তাঁর দেখার ইচ্ছে। ছবিটি মুক্তি পাবে এ মাসের ১৮ তারিখ, মিকার আশা, তা দর্শক সমাদৃত হবে। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে সিনেমা হলগুলো বন্ধ। তাই সায়োনি দেখার জন্য থিয়েটারে যাওয়ার এটাই সেরা সময়। লকডাউনের পর হাতে কোনও কাজ নেই তাঁর, সায়োনি ভাগ্য ফেরাবে বলে তাঁর আশা।