নয়াদিল্লি: আজ নিজের ৭৩ তম জন্মদিনে 'যশোভূমি' দেশবাসীকে উৎসর্গ করবেন দেশের প্রধানমন্ত্রী মোদি। মূলত রবিবার মোদির জন্মদিন উপলক্ষ্যে দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। তাঁর জন্মদিনে, নয়াদিল্লির দ্বারকায় আন্তর্জাতিক কনভেনশন এবং এক্সপো সেন্টারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর সেটাই দেশবাসীকে উৎসর্গ করবেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইনের সম্প্রসারণেরও সূচনা করবেন মোদি (PM Modi)। মোদির জন্মদিনে অন্যতম ইভেন্টগুলি একনজরে দেখে নেওয়া যাক। 


মোদির জন্মদিনে অন্যতম ইভেন্টগুলি একনজরে


বিজেপি একটি সেবা পাখওয়াদা কর্মসূচি শুরু করবে। যার মধ্য়ে সমাজের বিভিন্ন অংশের কাছে পৌঁছনো, এবং দেশজুড়ে বিভিন্ন কর্মকাণ্ড জড়িত রয়েছে। পোগ্রামটি ২ অক্টোবর গান্ধীজির জন্মদিন পর্যন্ত প্রসারিত হবে। মোদির জন্মদিন উপলক্ষে 'আয়ুষ্মান ভব' নামের বিশেষ প্রচার অভিযানেরও কাজ শুরু হবে। মূলত এই দিনটিকেই বেছে নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এই প্রসঙ্গে গত সোমবার স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য বলেছেন, এই প্রকল্প দেশের কোনায় কোনায় পৌঁছে যাবে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও পৌঁছে যাবে এই পরিষেবা। এই প্রকল্পের সুবিধা যাতে সবাই পায়, নজর রাখবে কেন্দ্র।


ত্রিপুরার বিজেপি ইউনিট মোদির জন্মদিনকে 'নমো বিকাশ উৎসব' হিসাবে মনোনীত করেছে। দিনের ইভেন্টগুলি মূলত কুমারঘাট পিডব্লুডি গ্রাউন্ডে একটি যোগা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হবে। যেখানে মুখ্যমন্ত্রী মানিক সাহা, তাঁর মন্ত্রী পরিষদের সহকর্মীরা এবং দিল্লি ও ত্রিপুরার শীর্ষনেতারা উপস্থিত থাকবেন।


প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিনে ত্রিপুরারা ৭৩ টি অগ্রাধিকার পরিবার পিজি রেশন কার্ড পাবে। ৭৩টি ভগবত গীতার কপি শিক্ষার্থীদের বিতরণ করা হবে। এখানেই শেষ নয়, পাশাপাশি ৭৩ জন প্রতিবন্ধীর দিকে সাহায্যর হাত বাড়িয়ে দেওয়া হবে।


এদিকে ১৭ সেপ্টেম্বর আবার বিশ্বকর্মা পুজোও। বিশ্বকর্মা পুজো ও মোদির জন্মদিন উপলক্ষ্যে 'প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল যোজনা' চালু হওয়ার কথা রয়েছে। ভারত সরকার, 'পিএম বিশ্বকর্মা কৌশল যোজনা' চালু করার জন্য ১৩ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে।এই উদ্যোগের লক্ষ্য, শিল্পী, কারিগর, ছোট ব্যবসায়ী মালিকদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। 


লাইভ মিন্টের রিপোর্ট অনুসারে, বিজেপির গুজরাট ইউনিট নভসারি জেলার ৩০ হাজার স্কুল পড়ুয়াদের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পরিকল্পনা করেছে। বিজেপি যুব মোর্চা এই উপলক্ষ্যকে স্মরণ করতে গুজরাতে রক্তদান শিবিরের আয়োজন করবে।


আরও পড়ুন, শীঘ্রই সিদ্ধান্ত জানানোর নির্দেশ, ২৩ সেপ্টেম্বর বৈঠক ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে, বিরোধিতায় কংগ্রেস


গত ৫ বছরে মোদির জন্মদিনে কী কী উদযাপন, ফিরে দেখুন


২০২২ : গতবছর জন্মদিনে মধ্যপ্রি।দেশের জাতীয় উদ্যানে ৮ টি চিতা ছেড়েছিলেন।


২০২১ : একুশ সালে মোদির জন্মদিনে প্রায় আড়াইকোটি টিকা দান করা হয়েছিল।


২০২০: কুড়ি সালে মোদির জন্মদিনে 'সেবা সপ্তাহ' উদযাপন করেছিল বিজেপি ।


২০১৯ : উনিশ সালে মোদি, তাঁর মা হীরাবেনের আর্শিবাদ চেয়েছিলেন এবং গুজরাতের 'নমামি নর্মদা' উৎসবে যোগদিয়েছিলেন।


২০১৮: আঠেরো সালে বারানসীতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। কাশী বিশ্বনাথ মন্দিরে প্রার্থনা করেছিলেন।সেখানের স্কুল পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎও সারেন তিনি।