আজ জন্মদিন, অনুরাগীদের নানা প্রশ্নের উত্তর দিতে তৈরি আতিফ আসলাম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Mar 2020 01:57 PM (IST)
পাকিস্তানের মত ভারতেও বিপুল জনপ্রিয় এই গায়ক জন্মদিন উপলক্ষ্যে আজ অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছেন।
কলকাতা: আজ বিখ্যাত পাক গায়ক আতিফ আসলামের জন্মদিন। পাকিস্তানের মত ভারতেও বিপুল জনপ্রিয় এই গায়ক জন্মদিন উপলক্ষ্যে আজ অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে তাঁর জনসংযোগ দল। বলা হয়েছে, প্রতিবারের মত এবারও আতিফ তাঁর অনুরাগীদের সঙ্গে আজ কথাবার্তা বলবেন, তাঁদের অন্তহীন ভালবাসা, সমর্থন ও প্রার্থনার জন্য ধন্যবাদ জানাবেন। তাঁর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে, সেখানে আপনারা আতিফকে জানাতে পারবেন তাঁর জন্মদিনের শুভেচ্ছা, রাখতে পারবেন বার্তা, করতে পারবেন ইচ্ছেমত প্রশ্ন। দেখুন সেই পোস্ট