আজ ২৮-এ পড়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার রাহুল। সুনীল শেট্টির মেয়ে আথিয়া তাঁর ও রাহুলের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। কিন্তু সকলের নজর কেড়ে নিয়েছে ছবির ক্যাপশন, লেখা, হ্যাপি বার্থডে, মাই পার্সন। সঙ্গে হার্ট ইমোজি।
রাহুলও জবাবে তিনটি হার্ট ইমোজি দিয়েছেন।
গত বছর আথিয়ার জন্মদিনে রাহুল তাঁর সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তখন থেকে শুরু হয় তাঁদের ডেটিংয়ের ব্যাপারে গুঞ্জন।
সুনীল শেট্টি এক সাক্ষাৎকারে বলেছেন, ছেলে আহানের গার্লফ্রেন্ডকে তিনি পছন্দ করেন, আথিয়ার প্রেমিককে নিয়েও তাঁর সমস্যা নেই। তাঁর স্ত্রী মানারও সমস্যা নেই এই দু’জনকে নিয়ে।