মুম্বই: ছেলের দ্বারা সিনেমা হবে কি? ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশলের ঘোরতর সন্দেহ ছিল। ছেলেকে কেন কাস্টিং ডিরেক্টররা সুযোগ দিচ্ছেন, বুঝতেই পারতেন না তিনি। যখন তাঁর প্রথম ছবি মাসান মুক্তি পেল, তখন অবিশ্বাস কাটল শ্যামের। বুঝতে পারলেন, ভিকির আসল জায়গা বলিউডই। আজ ভিকি পা দিলেন ৩২-এ।

শ্য়াম নিজে অ্যাকশন ডিরেক্টর। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাবা হিসেবে আমি বুঝতে পারতাম না, লোকে ওকে ছবিতে নেয় কেন। মাসান দেখার পর বিশ্বাস হল, ও সত্যিই একজন শিল্পী। তারপর সকলে প্রশংসা শুরু করল, বিশ্বাস করতে পারছিলাম না তখন।

পরিচালক নীরজ ঘাইওয়ানের ছবি মাসান কান চলচ্চিত্র উৎসবে দুটি পুরস্কার পায়। তবে বলিউডে আসার আগে ভিকি কর্পোরেট সেক্টরে ইঞ্জিনিয়ারের চাকরি খুঁজছিলেন। চাকরির ইন্টারভিউয়েও  অভিনয় মিশিয়ে দিতেন তিনি। একবার ইন্টারভিউয়ে তাঁকে প্রশ্ন করা হয়, ইঞ্জিনিয়ার হতে চান কেন। জবাবে বলেছিলেন, সাধারণ মানুষ বড় বাড়ি শুধু দেখতে পারে আর ইঞ্জিনিয়ার তা বানায়। চাকরিটা পেয়ে গিয়েছিলেন তিনি কিন্তু শেষমেষ করেননি।  অনুরাগ কাশ্যপের গ্যাংস অফ ওয়াসেপুর-এ সহকারী হিসেবে কাজ করার সময় ভিকির সঙ্গে নীরজের আলাপ হয়। নীরজ তখন মাসান-এর চিত্রনাট্যের ওপর কাজ করছিলেন। ভিকি যে চরিত্রটি করেন তা আগে রাজকুমার রাও মনোজ বাজপেয়ীকে অফার করা হয়। রাজকুমার ৫ মিনিটের প্রোমো শ্যুটও করেন।  কিন্তু ডেটের সমস্যায় রাজকুমার চরিত্রটি করেননি, ডাক পান ভিকি। প্রথমে ভেবেছিলেন, ছোট রোল। এক সপ্তাহ পরে নীরজের ফোন আসে, তিনিই মুখ্য ভূমিকায় রয়েছেন।

মাসান-এ ভিকির চরিত্র ছিল এক চণ্ডালের, পারিবারিক পেশা হিসেবে যিনি মড়া পোড়ান। বারাণসীর ঘাটে গিয়ে প্রথমবার তাঁর নাকে মড়া পোড়ার গন্ধ আসে। প্রথমদিন মিনিট কুড়ির বেশি সেখানে থাকতে পারেননি। কিন্তু ঠিক করেন, রোজ ঘাটে যাবেন।  শেষকৃত্য়র সময় হওয়া রামনাম রেকর্ড করে নেন তিনি, রাতে তা শুনতেন। একটি দৃশ্যে তাঁকে নেশাগ্রস্ত দেখানোর কথা ছিল, সে জন্য তিনি প্রকৃতই মদ পান করেছিলেন।

কান চলচ্চিত্র উৎসবে স্ট্যান্ডিং ওভেশন পায় মাসান। ভিকি বলেছেন, সেটি এক দুর্লভ মুহূর্ত , যখন দেশপ্রেম অনুভব করেন তিনি। বুঝতে পারেন, দর্শক কোনও ব্যক্তির জন্য এই হাততালি দিচ্ছেন না, দিচ্ছেন অসাধারণ একটি ছবির জন্য যা ভারত থেকে এসেছে।

ভিকি জানতেন না, কয়েক বছরের মধ্যে তিনি ভারতের অন্যতম সেরা হিট দেশপ্রেমমূলক ছবির নায়ক হবেন- উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক। এই ছবি তারকা করে দেয় তাঁকে। রামন রাঘব ২.০, রাজি, সঞ্জু- সবেতেই তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে।