কার্গিল: লাদাখের কার্গিল জেলাকে করোনা মুক্ত বলে ঘোষণা করা হল। এখানে শেষ যে ২ করোনা রোগীর সন্ধান পাওয়া যায়, তাঁরা সেরে উঠেছেন। রোগীদের মধ্যে একজন ২ বছরের একটি শিশু।
স্থানীয় করোনা হাসপাতাল কুর্বাথাং-এ এই ২ রোগীর চিকিৎসা চলছিল। ২ নমুনা বার পরীক্ষার ফল নেগেটিভ আসায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। এছাড়া আরও ৬ জনের করোনা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছিল। কিন্তু নমুনা পরীক্ষায় নেগেটিভ আসায় তাঁদেরও ছেড়ে দেওয়া হয়েছে। লাদাখে মোট ৪২ জনের শরীরে করোনার হদিশ মেলে, এঁদের মধ্যে ২১ জন সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে হাসপাতাল থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।
লে জেলাতে ১৯ জনের শরীরে করোনা ধরা পড়েছে, তাঁদের অবস্থা স্থিতিশীল। এলএএইচডিসি কার্গিলের চিফ এক্সিকিউটিভ কাউন্সিলর ফিরোজ আহমেদ খান করোনা মুক্ত হওয়ার জন্য কার্গিলের মানুষকে অভিনন্দন জানিয়েছেন, একই সঙ্গে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় প্রশাসন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সামনের সারিতে থাকা অন্যান্য সব করোনা যোদ্ধাদের। তবে করোনার আশঙ্কা এখনও নির্মূল না হওয়ায় মানুষকে গাউডলাইন মেনে সাবধানে থাকার অনুরোধ করেছেন তিনি।
তিনি আরও জানিয়েছেন, পড়ুয়া সহ ১২,০০০ মানুষ লাদাখের বাইরে আটকে পড়েছেন, শিগগিরই তাঁরা কার্গিল ফিরবেন বলে আশা। দেশের বিভিন্ন জায়গায় আটকে পড়া কার্গিলের মানুষ লকডাউনে বাড়ি ফিরছেন, তাঁদের থেকে ফের করোনা ছড়াতে পারে। তাই নিয়মকানুন কঠোরভাবে মানতে হবে, প্রত্যেক নাগরিককে নিজের নিজের দায়িত্বপালন করতে হবে বলে তিনি মন্তব্য করেছেন।
শেষ ২ রোগীও সেরে উঠেছেন, করোনা মুক্ত কার্গিল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 May 2020 11:12 AM (IST)
স্থানীয় করোনা হাসপাতাল কুর্বাথাং-এ এই ২ রোগীর চিকিৎসা চলছিল। ২ নমুনা বার পরীক্ষার ফল নেগেটিভ আসায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -