নয়াদিল্লি: আলোর উৎসব দীপাবলি। শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়াকে বেছে নিলেন বলিউডের প্রথম সারির তারকারা।
দীপোৎসবে অযোধ্যা সেজে উঠেছিল সাড়ে পাঁচ লক্ষ প্রদীপে। সেই ছবি শেয়ার করেছেন অমিতাভ বচ্চন।


কিয়ারা আডবাণী ট্যুইট করেছেন। অভিনেত্রীর ট্যুইট, শুভ দীপাবলি,ঈশ্বর আপনার পরিবারকে সুখ, সমৃদ্ধি, ভালোবাসা ও আলোয় ভরিয়ে তুলুন।


ইনস্টাগ্রামে নাচের ভিডিয়ো পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন দিলজিৎ দোসাঞ্জ।
মিরজাফর ২ অভিনেতা আলি ফয়সল সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন


মনোজ বাজপেয়ী সকলকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে লিখেছেন...হ্যাপি দিওয়ালি টু ইউ অল।