মুম্বই: আইপিএল শুরুর আগেই বিতর্ক দানা বেঁধেছে মুম্বই শিবিরকে ঘিরে। বিশেষ করে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পাণ্ড্যকে অধিনায়ক বেছে নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। দলের সবচেয়ে সফল অধিনায়ককে কেন সরিয়ে দেওয়া হল নেতৃত্ব থেকে, তা নিয়ে মুম্বইয়ের সমর্থকরাই ক্ষোভ প্রকাশ করেছিলেন। এমনকী হার্দিককে (Hardik Pandya) দেখে বিমানবন্দরে রোহিতের নামে স্লোগানও উঠতে দেখা গিয়েছিল। এরইমধ্যে এবার মুম্বই অধিনায়ক হিসেবে ওয়াংখেড়েতে প্রস্তুতি শুরু করে দিয়েছে বঢোদরার অলরাউন্ডার। 






মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে নতুন জার্সিতে ফটোশ্যুটে দেখা গিয়েছে হার্দিক, ঈশান, সূর্যকুমার, বুমরাদের সঙ্গে রোহিতকেও। মুম্বইয়ের ড্রেসিংরুমে ঢুকে ঠাকুরের ছবিতে মালা দিতেও দেখা যায় হার্দিককে। মার্ক বাউচার নারকেল ফাটিয়ে এবারের মরশুমের প্রস্তুতি শুরু করলেন। 


 






আগামী ২৪ মার্চ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্য়াচে খেলতে নামবে মুম্বই। আমদাবাদের নরেন্দ্র মোদিস স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের ঘরের মাঠে খেলতে নামবে মুম্বই। গত ২ মরশুমে গুজরাত টাইটান্স অধিনায়ক হিসেবেই খেলেছিলেন হার্দিক। অধিনায়ক হিসেবে প্রথম মরশুমেই গুজরাতকে চ্যাম্পিয়নও করেছেন। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজিতে ফিরে এসেছেন তিনি। গুজরাত বনাম মুম্বই ম্য়াচে আমদাবাদ স্টেডিয়াম যে হার্দিকের বিরুদ্ধে গলা ফাটাবেন তা কিন্তু বেশ ভালই জানেন ভারতীয় দলের অলরাউন্ডার।


এবারের নিলাম থেকে রোমারিও শেফার্ড, গেরাল্ড কোয়েৎজে, শ্রেয়স গোপাল ও মহম্মদ নবিকে নিয়েছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি। সূর্যকুমার যাদব রয়েছেন মিডল অর্ডারে। রোহিত শর্মা ও ঈশান কিষাণ ওপেনিংয়ে শুরু করতে পারেন। ডি কক যাওয়ার পর এই কম্বিনেশনই এখন মুম্বই ফ্র্যাঞ্চাইজির জন্য সবচেয়ে উপযোগী। বোলিং ডিপার্টমেন্টে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা। ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। এবার দেখার আইপিএলের মঞ্চে ফের জ্বলে উঠতে পারেন কি না তিনি। অলরাউন্ডার হিসেবে রয়েছেন টিম ডেভিড।