কলকাতা: বর্ণবৈষম্য নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মর্কেল। আমেরিকার সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে ব্রিটিশ রাজ পরিবারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। তাঁদের সন্তানের গায়ের রং নিয়ে প্রশ্ন তুলেছেন বলে অভিযোগ দম্পতির। তাঁদের এই অভিযোগ রাজ পরিবারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে দুঃখপ্রকাশ করা হয়।


আমেরিকার সংবাদমাধ্যমকে রাজ পরিবারের বিরুদ্ধে বর্ণবৈষ্যমের অভিযোগ তুলে প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান জানিয়েছেন, মেয়ে হবে না ছেলে হবে তা জেনেই সব রীতি থেকে বঞ্চিত করেছিল পরিবার। রীতি অনুযায়ী আমাদের সন্তান প্রিন্স বা প্রিন্সেস না হওয়ায় ভবিষ্যতে সে নিরাপত্তাও পাবে না তা জানিয়ে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, সন্তান কালো হবে না ফর্সা তা নিয়ে রাজ পরিবারের সদস্য়দের চিন্তার শেষ ছিল না। অভিযোগ হ্যারির। এই নিয়ে হ্যারিকে রাজ পরিবারের এক সদস্য তাঁকে প্রশ্ন করেছিলেন বলেও জানিয়েছেন প্রিন্স।


মেগান জানিয়েছেন, প্রিন্সের মা ডায়নার মতোই পরিণতি হতে পারত তাঁর। একাধিকবার সেই নিজের জীবনকে শেষ করে দেওয়ার কথাও ভেবেছিলেন মেগান। সে কথাও আমেরিকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন। প্রিন্সের অভিযোগ, রাজ পরিবারের সদস্যদের পাশাপাশি তাঁর বাবাও ফোন ধরাও বন্ধ করে দিয়েছিল। তাই রাজ পরিবারের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার সিদ্ধান্ত নেন। 


আর এই অভিযোগের পর বিবৃতি জারি করেছে ব্রিটিশ রাজ পরিবার। রানি এলিজাবেথের পক্ষ থেকে বাকিংহ্যাম প্যালস জানিয়েছে, প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তা জেনে রাজ পরিবার দুঃখিত। হ্যারি, মেগান এবং তাঁদের ছেলে অর্চিকে রাজ পরিবার সব সময় ভালবাসবে। অর্চির গায়ের রঙ নিয়ে রাজ পরিবারে উদ্বেগ ছিল বলে যে অভিযোগ মেগান তুলেছেন, তাও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। বর্ণবাদ নিয়ে অভিযোগের কথা বলা হয়েছে তাও উদ্বেগজনক।