নয়াদিল্লি: অধ্যাবসায় এবং পরিশ্রমকে হাতিয়া করেই মিলেছে সাফল্য। হাতের কাছে যেটুকু যা মিলেছে, তাকে সম্বল করেই চাঁদের মাটি ছুঁতে সফল হয়েছেন তাঁরা। তিন্তু চন্দ্রযান-৩ অভিযান ঘিরে প্রবল উত্তেজনা, উৎসাহ চোখে পড়লেও, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র বিজ্ঞানীদের আয় নিয়ে নিস্পৃহ ভাবই চোখে পড়ে। এবার সেই নিয়ে সরব হলেন RPG গোষ্ঠীর চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা (Harsh Goenka)। ভারতীয় বিজ্ঞানীরা কি আদৌ প্রাপ্য পাচ্ছেন, প্রশ্ন তুললেন তিনি। (ISRO Salary)


সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় হর্ষ। বিভিন্ন বিষয়েই নিজের মতা তুলে ধরেন তিনি। সোমবার ISRO-র বিজ্ঞানীদের আয় নিয়ে মুখ খোলেন। তিনি লেখেন, 'ISRO-র চেয়ারম্যান এস সোমনাথ মাসে ২.৫ লক্ষ টাকা বেতন পান। এটা কি ন্যায্য? ওঁর মতো মানুষের কদর বুঝতে হবে। টাকা-পয়সা এঁদের অনুপ্রেরণা জোগায় না। আবেগ, ভালবাসা  এবং বিজ্ থেকেই বিজ্ঞান এবং বিজ্ঞান ও গবেষণার প্রতি টান থেকেই কাজ করেন। দেশকে গৌরবান্বিত করতে, দেশের ইতিহাসে অবদান রেখে যেতে, লক্ষ্যপূরণের ব্যক্তিগত সন্তুষ্টি থেকে নিজেদের কাজ করে যান। ওঁদের মতো মানুষের সামনে মাথা নত করি আমি'।



আরও পড়ুন: G20 Summit Budget: বাজেট ছিল ৯০০, খরচ ৪১০০ কোটি! জি-২০ নিয়ে প্রশ্নের মুখে কেন্দ্র


সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে হর্ষের ওই পোস্ট। তাঁর সঙ্গে এ ব্যাপারে একমত নেটদুনিয়ার বড় অংশের মানুষজন। জনৈক গ্রাহক ট্যুইটারে (অধুনা X) লেখেন, 'একেবারেই। টাকা-পয়সার ধার ধারেন না ওঁরা। ভালবাসা এবং আবেগ থেকে কাজ করেন এস সোমনাথের মতো ব্যক্তিরা। ওঁরাই সত্যিকারের অনুপ্রেরণা। সমাজে ওঁদের অবদান অনস্বীকার্য'। অন্য আর এক জন লেখেন, 'মাসে ২৫ লক্ষ টাকা বেতন পাওয়া উচিত ওঁর। কোনও তর্ক হবে না। প্রতিভার কদর হওয়া উচিত'।


এই প্রথম নয় যদিও, ISRO-র বিজ্ঞানীদের বেতন নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছে। এমনকি চন্দ্রযান-৩ অভিযানের সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়াররা ১৭ মাস বেতন পাননি বলেও দাবি সামনে এসেছে। সেই নিয়ে রাজনৈতিক তরজাও চোখে পড়েছে। অন্য দেশের বিজ্ঞানীদের তুলনায় এমনিতেই ভারতীয় বিজ্ঞানীদের বেতন যৎসামান্য। এত বড় সাফল্যের পরও কেন বেতন বাড়ানো হচ্ছে না বিজ্ঞানীদের, উঠছে প্রশ্ন।  সেই নিয়ে এবার মুখ খুললেন হর্ষও।