ওয়াশিংটন: হলিউডের কুখ্যাত প্রযোজক হার্ভে ওয়েনস্টাইনও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একাধিক ধর্ষণ ও যৌন নিগ্রহের জেরে ২৩ বছরের জেল হয়েছে তাঁর। জেলবন্দি অবস্থাতেই তাঁর শরীরে ধরা পড়েছে করোনা।

শেক্সপিয়র ইন লাভ-এর অস্কারজয়ী এই প্রযোজক এখন উত্তর নিউ ইয়র্কে জেলবন্দি। রবিবার সন্ধেয় স্থানীয় একটি খবরের কাগজ দাবি করেছে, তিনি করোনা পজিটিভ। যদিও তাঁর মুখপাত্র এ নিয়ে মন্তব্য করতে চাননি। সংশোধনাগারের দায়িত্বে থাকা নিউ ইয়র্ক প্রশাসনও এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকার করেছে।

২০১৩ সালে প্রাক্তন অভিনেত্রী জেসিকা ম্যানকে ধর্ষণ ও ২০০৬ সালে প্রাক্তন প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট মিমি হ্যালিকে ধর্ষণের দায়ে ফেব্রুয়ারি মাসে তাঁর ২৩ বছরের জেল হয়। অন্তত ৯০ জন মহিলা তাঁর বিরুদ্ধে যৌন শোষণ ও ধর্ষণের অভিযোগ এনেছেন, এঁদের মধ্যে রয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি ও সালমা হায়েকের মত হলিউড কাঁপানো অভিনেত্রী। আগে হার্ভে ছিলেন রাইকার্স আইল্যান্ড প্রিজনে, তারপর ম্যানহাটানের একটি হাসপাতালে, সেখানে তাঁর বুকে ব্যথার চিকিৎসা হয়। এরপর বুধবার তাঁকে পাঠানো হয় নিউ ইয়র্ক শহরের ৩৫০ মাইল উত্তর পশ্চিমে বাফেলোর কাছে একটি জেলে।

আমেরিকার জেলগুলি করোনা সংক্রমণের জন্য আদর্শ। গত সপ্তাহেই রাইকার্স ও নিউ ইয়র্কের সিং সিং জেলের রক্ষীদের শরীরে করোনা ধরা পড়েছে। রবিবার পর্যন্ত আমেরিকায় এই রোগে আক্রান্ত হয়ে ৪১৭ জন প্রাণ হারিয়েছেন, আক্রান্তের সংখ্যা ৩৩,০০০-এর বেশি।

<iframe src="https://cdn.abplive.com/corona-html/index.html" width="640" height="180"></iframe>