পরাজয়ের মুখে হরিয়ানা বিজেপি প্রধানের ইস্তফা
Web Desk, ABP Ananda | 24 Oct 2019 03:34 PM (IST)
রাজ্যে ৭৫টি আসন টার্গেট করেছিল বিজেপি। শেষ খবর পাওয়া পর্যন্ত, তারা ৩৭টিতে এগিয়ে রয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কংগ্রেস ৩৫টিতে এগিয়ে।
চন্ডীগড়: ৯০ সদস্যের হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফলে ইঙ্গিত, কংগ্রেস জোর টক্কর দিচ্ছে তাঁদের। ত্রিশঙ্কু বিধানসভার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই আবহে ইস্তফা দিলেন হরিয়ানা বিধানসভা সভাপতি সুভাষ বারালা। তিনি নিজেও তোহানা কেন্দ্রে জননায়ক জনতা পার্টির (জেজেপি) প্রার্থী দেবিন্দার সিংহ বাবলির কাছে ২৫ হাজারের বেশি ভোটে পিছিয়ে পড়েছেন। হারের প্রবল সম্ভাবনা টের পেয়ে ভোটগণনার মধ্যেই গণনাকেন্দ্র থেকে বেরিয়ে যান তিনি। বিজেপি সূত্রে খবর, তিনি পদত্যাগ করেছেন। রাজ্যে ৭৫টি আসন টার্গেট করেছিল বিজেপি। শেষ খবর পাওয়া পর্যন্ত, তারা ৩৭টিতে এগিয়ে রয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কংগ্রেস ৩৫টিতে এগিয়ে। প্রথমবার নির্বাচনী ময়দানে পা রেখেই সাতটিতে এগিয়ে আছে জেজেপি। এই প্রবণতা চলতে থাকলে তারাই হতে পারে কিংমেকার। সরকার গড়ার চাবিকাঠি তাদের হাতে যেতে পারে।