চণ্ডীগড়: করোনাভাইরাসের বিরুদ্ধে দেশব্যাপী যে যুদ্ধ ঘোষণা হয়েছে, তাতে প্রথম সারিতে যাঁরা রয়েছেন, তাঁরা অবশ্যই চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী। জীবন হাতে রেখে এই সঙ্কটের মুহূর্তে লড়াই চালাচ্ছেন তাঁরা। তাই এবার তাঁদের বেতন দ্বিগুণ করার সিদ্ধান্ত নিল হরিয়ানা সরকার। মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার এ কথা ঘোষণা করেছেন।

খাট্টার জানিয়েছেন,যতদিন এই করোনা-যুদ্ধ চলবে, সংশ্লিষ্ট চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা দ্বিগুণ বেতন পাবেন।  করোনা সংক্রমণ রুখতে যে পুলিশকর্মীরা মোতায়েন হয়েছেন, তাঁদের কারও যদি কর্তব্যরত অবস্থায় মৃত্যু হয়, তবে ৩০ লাখ টাকার বিমা দেওয়া হবে তাঁর পরিবারকে।
এর আগে পঞ্জাব সরকারও পুলিশ ও সাফাইকর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার বিমা ঘোষণা করে।

এখনও পর্যন্ত হরিয়ানার ১৬৯ জন বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছেন।