চণ্ডীগড়: শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে করোনাভাইরাস সংক্রমণ ছড়াতে পারে এই আশঙ্কা থেকে হরিয়ানা সরকার নির্দেশিকা জারি করে জানিয়ে দিল, আপাতত সরকারি দফতরে বাতানুকুল যন্ত্র ব্যবহার করা যাবে না।
রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে পরামর্শ করে এই নির্দেশিকা জারি করেছে হরিয়ানার পূর্ত দফতর। সেখানে বলা হয়েছে, জলের ফোঁটার সঙ্গে মিশে ছড়িয়ে পরে কোভিড-১৯। আর সেই ফোঁটা যখন ধুলোর কণার সঙ্গে মিশে যায়, তা অধিক ক্ষতিকারক হয়ে ওঠে।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, যদি পরিবেশ ঠাণ্ডা ও শীতাতপ নিয়ন্ত্রিত হয়, তাহলে ভাইরাস সেখানে বেশিক্ষণ থাকে। সঠিক বায়ু চলাচল এবং তাপমাত্রা বৃদ্ধি হলে ভাইরাসের ছড়িয়ে পড়ার প্রবণতা ওই এলাকায় অনেকটাই কমে যায়।
ফলে, একমাত্র যেখানে অপরিহার্য, সেখানেই কেবলমাত্র বাতানুকুল যন্ত্র ব্যবহার করা যেতে পারে। খোলা জানলায় সঠিক বায়ু চলাচল করে এবং তা এই রোগ সংক্রমণকে নিয়ন্ত্রণে কার্যকরী হয়।
যে কারণে, নির্দেশ দেওয়া হচ্ছে, দফতরে বাতানুকুল যন্ত্র ব্যবহার না করতে বা, যতটা সম্ভব ভীষণ সীমাবদ্ধভাবে ব্যবহার করতে। নির্দেশিকা অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে সেন্ট্রালাইজড এয়ার কন্ডিশনিং ব্যবস্থা না ব্যবহার করতে। কারণ, সেখানে বায়ু নির্গমনের সব পথ বন্ধ থাকে। যার ফলে, বদ্ধ এলাকায় সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে এবং সেখানে উপস্থিত ব্যক্তিরা সহজেই আক্রান্ত হতে পারেন।