মুম্বই: মুম্বইয়ের ভারসোভা কবরস্থানে শেষকৃত্য সম্পন্ন হল প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানের। বিকেল তিনটে নাগাদ শেষকৃত্য সম্পন্ন হল।
প্রয়াত অভিনেতার মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, মুম্বইয়ের ভারসোভা কবরস্থানে বিকেল তিনটেয় সমাধিস্থ করা হল ইরফানকে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ পরিজনদের উপস্থিতিতে চিরবিদায় জানানো হল বলিউডের জনপ্রিয় অভিনেতাকে। প্রত্যেকেই তাঁদের অন্তিম শ্রদ্ধা নিবেদন করেছেন ও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা ইরফান বুধবার সকালে প্রয়াত হন। চলতি সপ্তাহের গোড়ায় কোলোনে সংক্রমণের জন্য তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু আরোগ্যলাভ করলেন না। পরিবার-পরিজন, অভিনয় জগত ও অনুরাগীদের চোখের জলে ভাসিয়ে চিরবিদায় নিলেন তিনি।
ভারসোভা সমাধিস্থলে ইরফানের শেষকৃত্য করেন তাঁর দুই সন্তান বাবিল ও আয়ান।
উল্লেখ্য,ইরফানের স্ত্রী বাঙালি। তাঁর নাম সুতপা শিকদার। তাঁদের দুই ছেলে আয়ান ও বাবিল।
বলিউড তারকারা ট্যুইটারে প্রয়াত নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে। সেজন্য বলিউডে ইরফানের সহশিল্পীদের কবরস্থানে আসার অনুমতি দেওয়া হয়নি। তবে পরিচালক বিশাল ভরদ্বাজ ইরফানের শেষকৃত্যে ছিলেন বলে জানা গিয়েছে। ইরফান বিশাল ভরদ্বাজের হায়দর, ৭ খুন মাফ-এর মতো সিনেমায় কাজ করেছেন।
ইরফানের শেষকৃত্যের জন্য কবরস্থানে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। ভিড় এড়াতে ভেতরে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
শোকে, শ্রদ্ধায় মুম্বইয়ের ভারসোভায় শেষকৃত্য প্রয়াত ইরফান খানের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Apr 2020 04:57 PM (IST)
প্রয়াত অভিনেতার মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, মুম্বইয়ের ভারসোভা কবরস্থানে বিকেল তিনটেয় সমাধিস্থ করা হল ইরফানকে।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -