Haryana News: হরিয়ানার মডেল শীতলকে নৃশংস খুন, খাল থেকে উদ্ধার গলা কাটা দেহ। সোনিপথের খারখোড়া এলাকায় গলা কাটা দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য। খালের জলে দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। সোনিপথের পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পানিপথের খলিলা মাজরা এলাকার বাসিন্দা শীতল। হরিয়ানার একাধিক মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন শীতল। কী কারণে মডেলকে নৃশংস খুন, যৌথ তদন্তে পানিপথ ও সোনিপথ পুলিশ।
হরিয়ানার সোনিপতে সোমবার একটি খাল থেকে উদ্ধার করা হয়েছে শীতলের গলা কাটা দেহ। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। অপরাধীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে, পুলিশ সূত্রে খবর, শীতল তাঁর বোন নেহার সঙ্গে থাকতেন। ১৪ জুন একটি শ্যুটিংয়ের জন্য অহর গ্রামে গিয়েছিলেন তিনি। শীতলের বোন নেহার কথা অনুযায়ী, কাজের জায়গা থেকে নেহাকে ফোন করেছিলেন শীতল। জানিয়েছিলেন, শীতলের প্রাক্তন প্রেমিক সুনীল সেখানে গিয়েছেন এবং তাঁর উপর শারীরিক ভাবে অত্যাচার করেছেন। জোর করে শীতলকে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টাও করেন সুনীল, বোনের কাছে এমনই অভিযোগ করেছিলেন শীতল।
এর খানিকক্ষণ পর থেকেই আর শীতলের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এরপর শীতল বাড়ি না ফেরায় থানায় মিসিং ডায়েরি করেন নেহা। তদন্ত শুরু হওয়ার পর শীতলের দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, শীতলের বোন নেহার অভিযোগ, মাস ছয়েক আগে একটি শ্যুটিংয়ের জন্য এক হোটেলে গিয়ে ছিলেন শীতল। সেই হোটেল সুনীলে। তখনই তাঁদের পরিচয় হয়। ঘনিষ্ঠতা বাড়ে। কয়েক মাসের মধ্যেই শীতলকে বিয়ের প্রস্তাবও দেন সুনীল। কিন্তু ততদিনে শীতল জেনে যান যে সুনীল আগে থেকেই বিবাহত এবং তাঁর দুই সন্তান রয়েছে। স্বভাবতই সুনীলের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন শীতল। হোটেল ছেড়ে, শ্যুটিং ছেড়েও চলে আসেন। কিন্তু সুনীল নাকি কার্যত হাত ধুয়ে শীতলের পিছনে পড়ে ছিলেন তাঁকে বিয়ে করার জন্য। নেহার অভিযোগ, তাঁর বোনের এ হেন মর্মান্তিক পরিণতির পিছনে সুনীলেরই হাত রয়েছে।