হরিয়ানার ভোটে প্রার্থী হওয়ার পর হুহু করে বাড়ছে এই টিকটক স্টারের ফলোয়ার সংখ্যা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Oct 2019 06:58 PM (IST)
হরিয়ানার আদমপুর বিধানসভা আসনে বিজেপি প্রার্থী করেছে সোনালী ফোগাটকে। সোনালি একসময় অভিনেত্রী ছিলেন, বেশ কিছু টেলিভিশন সিরিয়ালেও কাজ করেছেন তিনি।
NEXT
PREV
নয়াদিল্লি: হরিয়ানার আদমপুর বিধানসভা আসনে বিজেপি প্রার্থী করেছে সোনালী ফোগাটকে। সোনালি একসময় অভিনেত্রী ছিলেন, বেশ কিছু টেলিভিশন সিরিয়ালেও কাজ করেছেন তিনি। টিকটক প্ল্যাটফর্মেও তিনি যথেষ্ট জনপ্রিয়। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাঁর ফলোয়ার সংখ্যা ১ লক্ষেরও বেশি। সবচেয়ে উল্লেখযোগ্য হল যে, বিজেপি তাঁকে টিকিট দেওয়ার পর থেকে তাঁর ফলোয়ার সংখ্যা বাড়ছে হুহু করে। তিনি ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে খুবই সক্রিয় এবং একের পর এক নিজের ভিডিও এই অ্যাপে শেয়ার করেন। এবারের রাজ্য বিধানসভার নির্বাচনে যে সোনালিকে ভোটের ময়দানে প্রার্থী হিসেবে নামানো হবে, তা একপ্রকার নিশ্চিত ছিল। সোনালি হরিয়ানার বিজেপি মহিলা মোর্চার সহ সভানেত্রী। গত সাত-আট বছর ধরে বিজেপিতে সক্রিয় সোনালি। টিকিট পাওয়ার পর ভোটে নিজের জয় সম্পর্কে আত্মবিশ্বাসী তিনি।
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -