নয়াদিল্লি: ট্যুইটারে হাথরাসের গণধর্ষিতার পরিচয় প্রকাশ করে দেওয়ার অভিযোগে বিজেপির তথ্য ও প্রযুক্তি (আইটি) সেলের প্রধান অমিত মালব্য, কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ ও অভিনেত্রী স্বরা ভাস্করের ব্যাখ্যা তলব করল জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লু)। অবিলম্বে ট্যুইটারের সেই পোস্ট মুছে ফেলতে বলা হয়েছে তাঁদের।


কমিশন ট্যুইটে জানিয়েছে, ভবিষ্যতে এমন পোস্ট করা থেকে বিরত থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে তিনজনকে। কমিশন তিনজনের আচরণে বিরক্ত বলে জানা গিয়েছে। অমিত, দিগ্বিজয়, স্বরা-তিনজনকেই আলাদা নোটিস পাঠিয়েছে কমিশন। বলেছে, তারা এমন একাধিক ট্যুইটার পোস্ট দেখেছে যাতে গণধর্ষণের শিকার হাথরাসের মেয়েটির ছবি ব্যবহার করা হয়েছে। নোটিসে কমিশন বলেছে, এই প্রেক্ষাপটে আপনাকে এই নোটিস পাওয়ার পর কমিশনের কাছে সন্তোষজনক ব্যাখ্যা পাঠাতে বলা হচ্ছে। এধরনের ছবি বা ভিডিও সোস্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলতে, তার সম্প্রচার করা থেকে বিরত থাকতেও বলা হচ্ছে কেননা আপনার অনুগামী, ভক্তরা তা ব্যাপক ভাবে ছড়িয়ে দেন যা চলতি আইনে নিষিদ্ধ।
হাথরাসের গ্রামের ১৯ বছরের দলিত মেয়েটিকে গত ১৪ সেপ্টেম্বর চারজন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ। অবস্থার অবনতি হওয়ায় তার দিল্লির সফদরজং হাসপাতালে রেফার করা হয় যেখানে মেয়েটি মারা যায়। তড়িঘড়ি গভীর রাতে স্থানীয় পুলিশ তার দেহটি পুড়িয়ে দেওয়ায় নানা প্রশ্ন ওঠে। তাদের জোর করে পুলিশ রাতের অন্ধকারে অন্ত্যোষ্টি করতে বাধ্য করেছে বলে অভিযোগ করে মেয়েটির পরিবার। স্থানীয় পুলিশ কর্তারা অবশ্য পরিবারের ইচ্ছেতেই শেষকৃত্য হয়েছে বলে দাবি করেছেন।
হাথরাসের নির্যাতিতার জন্য় সুবিচার ও দোষীদের কঠোর সাজা চেয়ে দেশব্যাপী নিন্দার ঝড় উঠেছে।