কলকাতা: ৩ কৃষি আইন। আর এই ৩ আইনের জেরে বদলে গিয়েছে দেশের চিত্র। কৃষক আন্দোলনের জেরে উত্তাল সারা দেশ। আবহাওয়ার পারদ যত নামছে, ততই চড়ছে আন্দোলনের উত্তাপ। রাজধানীর বুকে আন্দোলন করছেন হাজার হাজার কৃষক। কৃষকদের এই আন্দোলনকে সমর্থন করছেন দেশ বিদেশে রাষ্ট্রনেতা থেকে অভিনেতা অভিনেত্রীরা।
এবার কৃষক আন্দোলনের সমর্থনে মুখ খুললেন টলিউড অভিনেতা সৌরভ দাস। সোশ্যাল মিডিয়ায়, ‘মন্টু পাইলট’-র অভিনেতা সৌরভ দাস ইনস্টাগ্রামে ভিডিও স্টোরি পোস্ট করে মনে করিয়ে দিলেন আমাদের জীবনে কৃষকদের অবদানের কথা। স্পষ্ট করে বললেন, কৃষকদের জন্যই দুবেলা মুখে ভাত তুলতে পারি আমরা। আর তার জন্য কৃষকদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এবং ধন্যবাদ জানানো উচিত তাও বলেছেন তিনি।
ভিডিও স্টোরিতে তিনি বলেছেন, ‘গতকাল রাত্রে ডিনার করেছ? ভাল করে খেয়েছ তো? নাও থ্যাঙ্ক আ ফার্মার।’ এর আগে অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তীও কৃষক আন্দোলনের ছবি পোস্ট করে বুঝিয়েছিলেন তিনি কৃষকদের সঙ্গে আছেন। তৃণমূল সাংসদ সোচ্চার হয়েছিলেন কেন্দ্রীয় সরকারের আইনোর বিরুদ্ধে। একইভাবে কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। ফেসবুকে পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
সোমবার সিঙ্গুরে শ্যুটিং করতে গিয়েছিলেন অভিনেত্রী সায়নী ঘোষ। মাঠে একদল কৃষক রমণীর সঙ্গে দেখা করলেন তিনি। শুধু তাই নয়, মাঠে গিয়ে তাঁদের সঙ্গে ধান ঝাড়েন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্যালুট জানিয়েছেন অভিনেত্রী। আবার মঙ্গলবার কৃষকদের ডাকা ধর্মঘটকে সমর্থন করেছেন তিনি। আমি ভারতীয় কৃষকদের সঙ্গে আছি পোস্টার শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন। আর এইভাবেই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন সায়নী ঘোষ।
উল্লেখ্য, এর আগে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন পঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোশাঞ্জ। বলিউডের একাধিক তারকা কৃষকদের আন্দোলনকে সমর্থন করেছেন। এবার কৃষকদের পাশে দাঁড়ালেন টলি তারকারা। সমর্থন জানিয়ে একের পর এক পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। ৩ আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার ভারত বনধের ডাক দিয়েছিল কৃষক সংগঠনগুলি। এদিকে আন্দোলনের চাপে পড়ে এদিন সন্ধে নাগাদ কৃষকদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মিলবে কি সমাধান সূত্র? সেই দিকেই তাকিয়ে গোটা দেশ।
‘ভাল করে খেয়েছ তো? নাও থ্যাঙ্ক আ ফার্মার,’ কৃষক আন্দোলনকে সমর্থন টলিউডের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Dec 2020 08:42 PM (IST)
এবার কৃষক আন্দোলনের সমর্থনে মুখ খুললেন টলিউড অভিনেতা সৌরভ দাস। সোশ্যাল মিডিয়ায়, ‘মন্টু পাইলট’-র অভিনেতা সৌরভ দাস ইনস্টাগ্রামে ভিডিও স্টোরি পোস্ট করে মনে করিয়ে দিলেন আমাদের জীবনে কৃষকদের অবদানের কথা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -