নয়াদিল্লি; বহুজন সমাজ পার্টির (বসপা) টিকিটে নির্বাচিত হয়ে কংগ্রেসে মিশে যাওয়া ৬ বিধায়ক ও রাজস্থান বিধানসভার স্পিকারকে নোটিস দিল রাজস্থান হাইকোর্ট। ওই বিধায়কদের কংগ্রেসে সামিল হওয়াকে চ্যালেঞ্জ করে বসপার দেওয়া পিটিশনের শুনানিতে নোটিস জারি করে আদালত। ১১ আগস্টের মধ্যে জবাব পেশ করে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়েছে তাঁদের।
সন্দীপ যাদব, ওয়াজিদ আলি, দীপচাঁদ খেরিয়া,লাখান মিনা, যোগেন্দ্র আওয়ানা, রাজেন্দ্র গুধা-এই ৬ জন ২০১৮য় বিধানসভা ভোটে বসপা প্রার্থী হিসাবে জিতে ২০১৯ এর সেপ্টেম্বর দলবেঁধে কংগ্রেসে চলে যান। এতে দলত্যাগ বিরোধী আইন লঙ্ঘিত হয়েছে বলে স্পিকার সি পি জোশীকে নালিশ করেন বিজেপি বিধায়ক মদন দিলাওয়ার। কিন্তু রাজ্যে বর্তমান রাজনৈতিক সঙ্কটের মধ্য়েই স্পিকার বিজেপি বিধায়কের অভিযোগ খারিজ করেন। রাজস্থানে ২০০ সদস্য়ের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে আপ্রাণ চেষ্টা করতে হচ্ছে মুখ্যমন্ত্রী অশোক গহলৌতকে। তবে স্পিকারের সিদ্ধান্তের পাল্টা হাইকোর্টে যান দিলাওয়ার। ৬ বিধায়কের কংগ্রেসে যোগদানকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করে বসপা-ও।
বসপার টিকিটে জিতে কংগ্রেসে, রাজস্থানে ৬ বিধায়ক, স্পিকারকে নোটিস হাইকোর্টের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jul 2020 10:12 PM (IST)
১১ আগস্টের মধ্যে জবাব পেশ করে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়েছে তাঁদের।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -