নয়া দিল্লি : ভ্যাকসিন তরজা অব্যাহত। দেশে করোনা ভ্যাকসিনের ঘাটতি রয়েছে বলে অভিযোগ তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। এবার পাল্টা রাহুলকে বিঁধলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। রাহুলকে "অপরিণত" বলে কটাক্ষ করলেন তিনি।
রাহুলের ট্যুইটারের পরিপ্রেক্ষিতে মাণ্ডব্য বলেন, চলতি মাসে দেশে টিকাকরণ কর্মসূচি ত্বরান্বিত হতে চলেছে। এর পরিপ্রেক্ষিতে কংগ্রেস নেতাকে দেশের স্বাস্থ্যকর্মী ও বিজ্ঞানীদের নিয়ে গর্বিত হওয়ার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী । ট্যুইটারে তিনি লেখেন, জুলাই মাসে দেশে ১৩ কোটির বেশি ডোজ প্রয়োগ করা হয়েছে। চলতি মাসে তা আরও বাড়তে চলেছে। এই জন্য আমরা আমাদের স্বাস্থ্যকর্মীদের নিয়ে গর্বিত। আপনারও উচিত তাঁদের এবং দেশ নিয়ে গর্ব বোধ করা।
শুধু তাই নয়, রাহুলকে খোঁচা মারতেও ছাড়েননি স্বাস্থ্যমন্ত্রী। তিনি লিখেছেন, শুনেছি জুলাইয়ে যে ১৩ কোটি মানুষ টিকা নিয়েছেন তাঁদের মধ্যে আপনিও আছেন। কিন্তু, তা সত্ত্বেও আপনি আমাদের বিজ্ঞানীদের নিয়ে একটিও কথা বলেননি। এমনকী দেশের মানুষকে টিকা নেওয়ার জন্য আবেদনও করেননি। এর অর্থ, আপনি ভ্যাকসিনের নামে ক্ষুদ্র রাজনীতি করতে চাইছেন। ভ্যাকসিনের কোনও ঘাটতি নেই। কিন্তু, আপনার পরিপক্কতার অভাব রয়েছে।
প্রসঙ্গত, দেশজুড়ে ভ্যাকসিনের ঘাটতি রয়েছে, এই অভিযোগ তুলে আজ ফের একবার সরব হন রাহুল। কেন্দ্রকে একহাত নেন। হিন্দিতে ট্যুইট করেন। লেখেন, জুলাই চলে গেল। কিন্তু, ভ্যাকসিনের ঘাটতি মিটল না। এদিকে স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, এপর্যন্ত ৪৯,৪৯,৮৯,৫৫০-র বেশি ভ্যাকসিনে ডোজ পাঠানো হয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে। এর পাশাপাশি পাইপলাইনে রয়েছে ৮,০৪,২২০ ডোজ ।
এ প্রসঙ্গে উল্লেখ্য, পশ্চিমবঙ্গের দাবিমতো চলতি মাসেও আসছে না ভ্যাকসিন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, অগাস্টে বাংলায় ৬৪ লক্ষ ১ হাজার ৪২০ ডোজ কোভিশিল্ড পাঠাবে কেন্দ্র। মোট ১৩ দফায় এই ভ্যাকসিন আসবে বলে সূত্রের খবর। টিকা প্রাপ্তির তালিকায় উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহারের পর চতুর্থ স্থানে বাংলা। সর্বোচ্চ প্রায় ১ কোটি ৩৬ লক্ষ ভ্যাকসিন পাচ্ছে উত্তরপ্রদেশ।