নয়া দিল্লি: দেশে করোনা কিছুটা হলেও নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু মৃত্যু বাড়ছে অনেকটাই। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, করোনাভাইরাস রোগীদের অস্ত্রোপচারকে অস্বীকার করা উচিত নয়। কোভিড আক্রান্ত রোগীর দেহে অস্ত্রোপচার করলে তা বিপজ্জনক নয়, এমনটাই জানান হয়েছে। বরং না করলে তাঁদের শারীরিক জটিলতা বাড়ছে এবং মৃত্যুর সম্ভাবনা বাড়ছে।


একটি সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে, "ওমিক্রনে আক্রান্ত হলেও সেক্ষেত্রেও অস্ত্রোপচার নিরাপদ। কোভিড পজিটিভ রোগীদের অস্ত্রোপচার করলে কোনওরকম জটিলতা দেখা যাচ্ছে না। যাদের অস্ত্রোপচারের প্রয়োজন তাদের না বলার দরকার নেই।" চিকিৎসক এবং হাসপাতালগুলিকেও একই নির্দেশ দেওয়া হয়েছে। 


সম্প্রতি নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের অস্ত্রোপচারের ক্ষেত্রে ঝুঁকি নিয়ে বিতর্ক ছিলই।  প্রথম এবং দ্বিতীয় তরঙ্গের সময়, বেশ কয়েকজন বিশেষজ্ঞ এবং চিকিৎসা পেশাদার দাবি করেছেন যে কোভিড সংক্রামিত রোগীদের অস্ত্রোপচার করলে নানা রকমের জটিলতার মুখোমুখি হতে হচ্ছে। যা মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে।                                                                     


এদিকে, উদ্বেগ বাড়িয়ে দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা কমলেও ফের বাড়ল দৈনিক সংক্রমণ। গতকালের তুলনায় একদিনে আক্রান্তের সংখ্যা বাড়ল ৬ দশমিক ৮ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৮ জনের। এর মধ্যে শুধুমাত্র কেরলেই মৃতের সংখ্যা ৫০০। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৭৩৩। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭২ হাজার ৪৩৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৬১ হাজার ৩৮৬। 


দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ১৮ লক্ষ ৩ হাজার ৩১৮ জন। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৯৮ হাজার ৯৮৩ জনের। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হল ১০ দশমিক ৯৯ শতাংশ।